সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Pandemic) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা ভারত (India)। দিল্লি (Delhi) থেকে মহারাষ্ট্র (Maharashtra) চারদিকে জ্বলছে চিতা। জারি মৃত্যুমিছিল। হাসপাতালগুলিতে বেড ও অক্সিজেনের হাহাকার। এই কঠিন পরিস্থিতিতেও অবশ্য দেশকে অসাধারণ খুশির খবর দিলেন অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মহিলা পর্বতারোহী তাশি ইয়াংজম। ২০২১ সাল অর্থাৎ চলতি বছরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন তিনি। ইতিমধ্যে তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
জানা গিয়েছে, দেশের একেবারে পূর্ব দিকে অবস্থিত রাজ্য অরুণাচলের দিরাংয়ের বাসিন্দা তাশি। দীর্ঘদিন ধরে পর্বতারোহন করছেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টসে বা NIMAS-এ পর্বতারোহণের প্রশিক্ষণও নিয়েছেন তিনি। এরপরই করোনা আবহে চলতি বছরেই মাউন্ট এভারেস্ট জয় করার ব্যাপারে মনস্থির করেন। সেই মতো নির্দিষ্ট দিনে যাত্রাও শুরু করেন। এরপর গত ১১ মে চলতি বছরের প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয় করলেন। NIMAS-এর নবম সদস্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাশির এই সাফল্যে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে গোটা দেশের মানুষ। অনেকেই তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন।
টুইটারে তাশির ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। লেখেন, “২০২১ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তাশি ইয়াংজম। তাঁকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাশি দিরাংয়ের এনআইএমএএস-এ প্রশিক্ষণ নিয়েছেন।” তাশিকে শুভেচ্ছা জানিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুও।
I extend my heartiest congratulations to Ms Tashi Yangjom from Arunachal Pradesh for scaling Mt. Everest & becoming the first Indian woman climber to Everest in 2021.
She was trained at National Institute of Mountaineering & Allied Sports (NIMAS) in Dirang, Arunachal Pradesh. pic.twitter.com/ToD39KHyxL— Kiren Rijiju (@KirenRijiju) May 15, 2021
Congratulations Ms Tashi Yangjom for scaling Mt. Everest and becoming the first Indian lady climber to Summit Everest this Season.
Regular Training at @DirangNimas has made her a strong mountaineer with blitzkrieg speed.
She becomes the ninth climber from NIMAS to scale Everest. pic.twitter.com/jVUwpLzNBV— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) May 13, 2021
Congratulations to Ms Tashi Yangjom for being the first Indian climber to scale Mt Everest this season on 11 May 2021.Our sincere thanks to Honourable CM Shiri Pema Khandu ji for always supporting NIMAS and young energetic climbers.The nation is proud of Ms Tashis’s recent feat. https://t.co/OF2bkPNPTa
— NIMAS DIRANG (@DirangNimas) May 14, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.