স্টাফ রিপোর্টার: বয়স যে একটা সংখ্যামাত্র তা বুঝিয়ে দিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৭-র সেপ্টেম্বরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। কিন্তু এই কম সময়ের মধ্যেই ৩৭ বছর বয়সে আবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন সেরেনা। এককথায় বারবোরা স্ট্রাইকোভাকে উড়িয়ে দিলেন তিনি। উইম্বলডনের সেমিফাইনালে এতটা একপেশে খেলা অতীতে হয়েছে কি না সন্দেহ। সেরেনা জিতলেন ৬-১, ৬-২ সেটে। যদি এবার উইম্বলডন জিততে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে স্পর্শ করতে পারবেন। পৌঁছে যাবেন ২৪তম গ্ল্যান্ড স্ল্যাম জয়ের প্রান্তে।
[আরও পড়ুন: খেলায় নজর নেই সরকারের, সংসদে ফুটবল পায়ে অভিনব প্রতিবাদে প্রসূন]
সেন্টার কোর্টে তিনি যে ফেভরিট তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ ছিল না। স্বভাবতই জেতার পর সেরেনা জানিয়ে দেন, “এই বছরটা আমার কাছে অবশ্যই আলাদা। আসলে আমি চেয়েছিলাম কিছু ম্যাচ খেলতে। বুঝতে পারছিলাম আবার আমি পুরনো ফর্মে ফিরে আসছি। আসলে টেনিসকে আমি বরাবরই ভালবেসে এসেছি। যতদিন পারব ততদিন এই খেলা চালিয়ে যেতে চাই।” সেরেনার প্রশংসা করে নাভ্রাতিলোভা বলেছেন, “সমর্থকরাই সেরেনাকে ফাইনালে চাইছিল। সেটাই পেয়েছে। হোমওয়ার্কের মূল্য পেয়েছে।”
[আরও পড়ুন: সেমিফাইনালে হারের পরই টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন দুই গুরুত্বপূর্ণ সদস্য]
The elusive 24…
Is this @serenawilliams‘ year?#Wimbledon https://t.co/W84R2uXM3R
— Wimbledon (@Wimbledon) July 12, 2019
The stage is set 🏆#Wimbledon pic.twitter.com/gYAFws1CFe
— Wimbledon (@Wimbledon) July 12, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.