Advertisement
Advertisement

যৌন হেনস্তায় অভিযুক্তের পাশে দাঁড়ানোর জের, পিটি উষাকে তীব্র আক্রমণ মহুয়া-প্রিয়াঙ্কার

কুস্তিগিরদের বিক্ষোভ নিয়ে ক্রিকেটাররা নীরব কেন? প্রশ্ন বিনেশ ফোগাটের।

After Mahua Moitra, Priyanka Chaturvedi reacts to PT Usha's remarks on wrestlers | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 28, 2023 11:41 am
  • Updated:April 28, 2023 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তায় অভিযুক্ত সাংসদ, এতদিন ছিলেন দেশের রেসলিং ফেডারেশনের প্রধান। প্রবল বিক্ষোভের জেরে সেই পদ গেলেও এখনও বহাল তবিয়তে ঘুরছেন ব্রিজ ভূষণ শরণ সিং। সাংসদ পদ যাওয়া তো দূর, তাঁর বিরুদ্ধে সামান্য FIR পর্যন্ত নিতে নারাজ দিল্লি পুলিশ। বাধ্য হয়ে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধরনায় বসতে হয়েছে মহিলা রেসলারদের।

অথচ এ হেন অভিযুক্তের পাশে দাঁড়িয়ে গেলেন দেশের প্রাক্তন এক অ্যাথলিট তথা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা। ঘুরিয়ে অভিযোগকারী অ্যাথলিটদেরই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। পিটি উষা বৃহস্পতিবার বলেন, “কুস্তিগিরদের আচরণ একেবারে বিশৃঙ্খল। তাঁদের জন্যই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রাস্তায় বসে প্রতিবাদ না করে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে অভিযোগ জানানো উচিত ছিল তাঁদের। মেরি কম, শরত কমলের মতো খেলোয়াড়রা রয়েছেন এই কমিটির নেতৃত্বে।” উষা যেভাবে রেসলারদের নিশানা করেছেন, তাতে ক্ষুব্ধ দেশের দুই প্রথম সারির মহিলা সাংসদ মহুয়া মৈত্র এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী।

Advertisement

[আরও পড়ুন: বিস্ফোরণে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ]

মহুয়া মৈত্র (Mohua Moitra) পিটি উষাকে তীব্র কটাক্ষ প্রশ্ন তোলেন,”অ্যাথলিটরা যদি দেশের ভাবমূর্তি নষ্ট করে থাকেন, তাহলে শাসক দলের যে সাংসদ বছরের পর বছর ধরে রেসলিং ফেডারেশনের (WFI) প্রধান পদে বসে রয়েছেন, যার বিরুদ্ধে যৌন হেনস্তা এবং ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আছে অথচ দিল্লি পুলিশ FIR নিচ্ছে না, তিনি কি দেশের জন্য গোলাপের সৌরভ এনে দিচ্ছেন?” আরেক লড়াকু মহিলা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedy) নিশানা করেছেন পিটি উষাকে। প্রাক্তন অ্যাথলিটের উদ্দেশে শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদের তির,”একজন যৌন হেনস্তায় অভিযুক্ত সাংসদ যখন নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, তখন দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমি ভীষণ দুঃখিত ম্যাডাম, কিন্তু আমাদের সকলের উচিত মহিলা অ্যাথলিটদের হয়ে আওয়াজ তোলা, কারণ এরাই দেশের জন্য পদক জিতে আমাদের গর্ববোধ করার সুযোগ করে দেয়।”

[আরও পড়ুন: ‘বেআইনি’ চার্চ ভাঙার পরই মণিপুরে দাঙ্গা পরিস্থিতি! পুড়িয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল]

এদিকে ধরনা যত দীর্ঘস্থায়ী হচ্ছে, ততই সমর্থন বাড়ছে অ্যাথলিটদের। শুক্রবার অ্যাথলিটদের হয়ে মুখ খুলেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। যদিও এখনও প্রথম সারির কোনও ক্রিকেটার এ নিয়ে মুখ খোলেননি। সেটা নিয়েই এদিন ক্ষোভপ্রকাশ করেছেন অভিযোগকারী অ্যাথলিটদের অন্যতম মুখ, বিনেশ ফোগাট (Vinesh Phogat)। তাঁর প্রশ্ন, “ক্রিকেটারদের তো এদেশের মানুষ পুজো করে। এখন কেন অ্যাথলিটদের ইস্যু নিয়ে তাঁরা নীরব?”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement