Advertisement
Advertisement
এভারেস্ট অভিযান

কথা রাখল না নেপাল, চিনের দিক থেকে এভারেস্টের দরজা খোলায় বিতর্ক

মঙ্গলবারই নর্থ কল দিয়ে এভারেস্ট অভিযান করেন পাঁচ পর্বতারোহী।

A team of rope fixing Chinese climbers scaled Mount Everest
Published by: Subhamay Mandal
  • Posted:May 27, 2020 1:41 pm
  • Updated:May 27, 2020 1:41 pm  

শুভময় মণ্ডল: কথা রাখল না নেপাল। করোনা আতঙ্কে এবছর এভারেস্ট অভিযান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল নেপাল সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমনকী ন্যাশনাল জিওগ্রাফিকের মতো চ্যানেলও সম্প্রচার করেছিল, এবছর এভারেস্ট অভিযান হচ্ছে না। কিন্তু এর মধ্যেই খবর, চিনের দিক থেকে অর্থাৎ নর্থ কল থেকে এভারেস্ট অভিযান হয়েছে। তাও আবার নেপাল সরকারের অনুমতিতেই। মঙ্গলবার ৫ জন অভিযাত্রী এভারেস্ট চূড়ায় উঠেছেন বলে খবর। যা নিয়ে তোলপাড় পর্বতারোহী মহলে। ঘোষণার পরও কীভাবে অভিযান হল এবং পুরো বিষয়টা ধোঁয়াশার মধ্যে কেন রাখা হল তা নিয়ে জোর বিতর্ক।

প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ এভারেস্টে পর্বতারোহণ করতে আসেন। গত বছরের এই সময় রেকর্ড গড়ে ৮৮৫ জন পর্বতারোহী এভারেস্টে উঠেছিলেন। এর মধ্যে নেপালের দিক থেকে গিয়েছিলেন ৬৪৪ জন ও তিব্বতের দিক থেকে উঠেছিলেন ২৪১ জন। মার্চের মাঝামাঝি নেপালের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণার পরেই চিন তাদের দিক থেকে এভারেস্টে পর্বতারোহণের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই নেপালের মন্ত্রিসভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নেপাল থেকে শুরু হওয়া মাউন্ট এভারেস্টের সমস্ত অভিযান বন্ধ রাখার পক্ষে সায় দেন সবাই। এরপরই এখান থেকে এভারেস্টের ওঠার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি কোনও পর্যটককেই আর ভিসা দেওয়া হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: করোনার প্রকোপ ঠেকাতে মরিয়া চেষ্টা! এভারেস্ট অভিযান বন্ধ করল নেপাল]

কিন্তু তা সত্ত্বেও সেভেন সামিট ট্রেকস প্রাইভেট লিমিটেড নামে একটি অভিযাত্রী সংস্থা মঙ্গলবার তাদের ফএসবুকে পেজে পোস্ট করেছে, নর্থ কল দিয়ে পাঁচজনের একটি রোপ ফিক্সিং দল এভারেস্ট জয় করেছে। প্রত্যেকেই তিব্বতের রাজধানী লাসার টিবেটান গাইড স্কুলের সদস্য। দোরজি শেরিং, তেনজিং নোরবু, ডুনপা, তাশি গোম্বু, শেরিং নোরবু নামে পাঁচ গাইড সামিট করে এভারেস্ট। এই ফেসবুক পোস্ট দেখেই হতাশ অন্যান্য অভিযাত্রীরা। তাহলে কেন নেপাল সরকার পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা রাখল প্রশ্ন তুলছেন অভিযাত্রীরা। অভিযান বাতিল ঘোষণার সময় নেপালের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান মন্ত্রকের মন্ত্রী যোগেশ ভট্টরাই বলেন, করোনা ভাইরাসের কারণে বসন্তকালে হওয়া এভারেস্টের সমস্ত অভিযান বাতিল করা হয়েছে। এই মাসে গোটা বিশ্বের পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে পরিস্থিতি ফের খতিয়ে দেখে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হবে।

কিন্তু যখন অভিযান হলই, তাও আবার চিনের দিক থেকে তাহলে বাকি অভিযাত্রীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত ঢাকঢোল পিটিয়ে কেন ঘোষণা করেছিল নেপাল সরকার? তা নিয়ে জোর বিতর্ক। এমনিতেই ভআরতের সঙ্গে সীমান্ত বিতর্ক নিয়ে আকচাআকচি শুরু হয়েছে নেপালের। চিনের মদতেই ভারতকে চোখ রাঙাচ্ছে পুঁচকে নেপাল, এ বিষয়ে সহমত কূটনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তাই বলে এভারেস্ট অভিযানের মতো এত জনপ্রিয় ইভেন্ট নিয়ে নেপাল সরকারের দ্বিচারিতা ভাল চোখে দেখছেন না ভারতীয় পর্বতারোহীরা।

[আরও পড়ুন: এভারেস্টেও চালু 5G পরিষেবা, অভিযাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ দুটি সংস্থার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement