Advertisement
Advertisement
6 year old Hooghly girl wins black belt in karate

মাত্র ৬ বছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, নজির হুগলির খুদের

মেয়ের কৃতিত্বে গর্বিত শিশুর বাবা-মা।

6 year old Hooghly girl wins black belt in karate । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 19, 2023 8:33 pm
  • Updated:May 19, 2023 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ছ’বছর বয়সেই বাজিমাত। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট খেতাব জয় বঙ্গতনয়ার। মেয়ের কৃতিত্বে গর্বিত হুগলির চুঁচুড়ার বর্ণালী চন্দের বাবা-মা।

সেন্ট থমাস স্কুলের পড়ুয়া বর্ণালী। ক্যারাটেতে মাত্র তিন বছর বয়সে হাতেখড়ি। মেয়ের আত্মরক্ষার কথা ভেবে ক্যারাটে প্রশিক্ষণে ভরতি করিয়ে দেন বাবা সুজয় চন্দ। অমিতাভ কোলের প্রশিক্ষণে ধীরে ধীরে ক্যারাটেকে ভালবেসে ফেলে ছোট্ট বর্ণালী। ক্যারাটের পরিভাষায় দশটি কাতা রপ্ত করে ফেলে কম সময়েই। তারপর থেকে বর্ণালী পাচ্ছে একের পর এক পুরস্কার। বয়স কম হলেও যথেষ্ট দীর্ঘ তার সাফল্যের তালিকা।

Advertisement

[আরও পড়ুন: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক, বদলে ফেলুন এই তারিখের মধ্যেই]

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল কালামস গোল্ডেন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, ওএমজি রেকর্ডস, আমেরিকা রেকর্ডস থেকে স্বীকৃতি পেয়েছে বর্ণালী। ব্ল্যাক বেল্ট খেতাবও এখন তার দখলে। দেশের মধ্যে ক্ষুদ্রতম ব্ল্যাক বেল্ট খেতাব জয়ী বর্ণালী। সুজয়বাবু জানান, করোনাকালই যেন একপ্রকার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল বর্ণালীর কাছে। কারণ, সেই সময় তাকে স্কুলে যেতে হত না। তবে একা একাই শিক্ষকের কাছে গিয়ে সেই সময় ক্যারাটের প্রশিক্ষণ নিয়েছে খুদে। আগামি দিনে বর্ণালী আরও নানা পুরস্কার পাবে বলেই আশা তার বাবার। দেশের ক্ষুদ্রতম ব্ল্যাক বেল্ট অধিকারী বর্ণালীও ব্ল্যাক বেল্ট খেতাব জিতে অত্যন্ত খুশি।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: উন্নয়নের সুফল! মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল জঙ্গলমহলের একঝাঁক পড়ুয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement