Advertisement
Advertisement

Breaking News

Carlos Alcaraz

‘ঠিক যেন বিরাট কোহলি’, আলকারাজের প্রতিভার ঝলকে মুগ্ধ হয়েছিলেন ধারাভাষ্যকারও

অনেক আগেই আলকারাজের প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল।

Once Carlos Alcaraz was compared to Virat Kohli । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 17, 2023 8:56 pm
  • Updated:July 17, 2023 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন আগে থেকেই বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) তুলনা শুরু হয়ে গিয়েছিল। নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডন জেতার পরে পুরনো এক ভিডিও হঠাতই সামনে চলে এসেছে। সেই ভিডিওয় আলকারাজের দুর্দান্ত এক ড্রপ শট দেখার পরে আলকারাজের সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু করে দিয়েছিলেন ধারাভাষ্যকাররা।

ক্লে কোর্টে আলকারাজের সঙ্গে খেলা ছিল সিসিপাসের। দুর্দান্ত এক ড্রপ শট মারেন আলকারাজ। সেই শট আর ফেরাতে পারেননি সিসিপাস। আলকারাজের ড্রপ শট দেখে মুগ্ধ হয়েছিলেন ধারাভাষ্যকার। তিনি বাধ্য হন কোহলির সঙ্গে আলকারাজের তুলনা করতে।

Advertisement

[আরও পড়ুন: ‘নতুন এক সুপারস্টারের আবির্ভাব দেখলাম’, আলকারাজে মুগ্ধ শচীন]

সেই ধারাভাষ্যকার বলেছিলেন, ”আলকারাজের শট দেখে বিরাট কোহলির কথা মনে পড়ছে। অথবা মাইকেল জর্ডন।” সেই ধারাভাষ্যকারের সহকারী বলেন, ” সত্যি সত্যিই এটা স্পেশ্যাল। খুব ভাল শট। এমন শট দেখে মন ভাল হয়ে যায়।”

উইম্বলডন ফাইনালে আলকারাজ পাঁচ সেটের লড়াইয়ে হারান জোকারকে। চার ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ের শেষে জেতেন আলকারাজ। স্প্যানিশ তারকা যে ভবিষ্যতের সুপারস্টার হতে চলেছেন, তার ইঙ্গিত অনেক আগেই পাওয়া গিয়েছিল। এই ভাইরাল ভিডিও তারই প্রমাণ।

 

[আরও পড়ুন: ৫০ রানে শেষ নাইটরা, মার্কিন মুলুকে বড় জয় মুম্বই ইন্ডিয়ান্সের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement