Advertisement
Advertisement

লি-বোপন্নার সফল রসায়নে ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে ভারত

রিও’র পরীক্ষার আগে ডেভিস কাপের ইউনিট টেস্টে পাস করে গেল লি-রো জুটি৷

On-court chemistry was great with Leander Paes: Rohan Bopanna
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 7:39 pm
  • Updated:July 17, 2016 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চণ্ডীগড় ক্লাবের এই ম্যাচের উপরই নজর ছিল গোটা দেশের৷ ওলিম্পিক সামনেই৷ তার আগে লিয়েন্ডার-বোপন্না জুটি কতটা কার্যকর হয়, তা নিয়েই আলোচনা ছিল৷ রিও’র পরীক্ষার আগে ডেভিস কাপের ইউনিট টেস্টে পাস করে গেল লি-রো জুটি৷

চান হং ও হং চাংয়ের বিরুদ্ধে ৬-৩, ৬-৪, ৬-৪ এ জিতল লিয়েন্ডার-বোপন্না জুটি৷ ওলিম্পিকের আগে এটাই আপাতত ভারতীয় টেনিসের জন্য সব থেকে ভাল খবর৷ ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া গ্রুপ ১-এর টাইয়ে কোরিয়ার থেকে ভারত এগিয়ে গেল ৩-০ তে৷ ডেভিস কাপ শুরুর প্রথম দিন থেকে কোর্টের চারপাশে আলোচনা ছিল শুধুই লি-বোপন্নার সম্পর্ক নিয়ে৷ এআইটিএ আগেই ঘোষণা করেছিল, ওলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে ডাবলসে জুটি বাঁধবেন বোপন্না৷ কিন্তু গত কয়েক মাসে দু’জনের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল৷ যদিও প্রকাশ্যে দু’জনের মধ্যে কেউই কখনও এই নিয়ে মুখ খোলেননি৷ তবে ডেভিস কাপ শুরুর ঠিক আগের দিন, লি ও বোপন্না দু’জনেই জানান, তাঁদের মধ্যে আপাতত কোনও সমস্যা নেই৷ সেই কথার ছাপ কিন্তু এবার কাজেও পড়ল৷

Advertisement

এমনিতে চণ্ডীগড়ের প্যাচপ্যাচে গরমে শুরুর দিন থেকেই মানিয়ে নিতে পারছিল না কোরিয়ানরা৷ শুক্রবারও সাকেথ মাইনেনি ও রামকুমার রমানাথনের বিরুদ্ধে ম্যাচ শেষ করতে পারেননি দুই কোরিয়ান খেলোয়াড়৷ আদ্রতার জন্য মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা৷ বৃষ্টির জন্য ডেভিস কাপ শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল৷ তবে গত দু’দিনে চণ্ডীগড়ের আকাশ পরিষ্কার হওয়ায় আদ্রতার পরিমাণ বাড়তে থাকে৷

এদিনের ডাবলস রাবার জেতার সঙ্গে সঙ্গে লিয়েন্ডার নিকোলো পিত্রাঙ্গেলিকে ছুঁয়ে ফেললেন৷ লি-বোপন্না জুটি শেষবার একসঙ্গে খেলেছিল বছরখানেক আগে৷ সেবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ডাবলস ম্যাচে হেরেছিল ভারত৷

কোরিয়ার বিরুদ্ধে জয়ের পর আপাতত লি-বোপন্না জুটি নিয়ে সমালোচনা বন্ধ৷ কিন্তু ডেভিস কাপের এই লড়াইকে রিও ওলিম্পিকের আগে লি-বোপন্না জুটির অ্যাসিড টেস্ট বলে মানতে রাজি নন অনেকে৷ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাই খেলতে নামবে ভারতীয় ডেভিস কাপ দল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement