সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, অতিথি দেব ভব! ভারতে এসে এমন অভিজ্ঞতাই বোধহয় হল পাকিস্তান ক্রিকেট দলের। যেখানে যাচ্ছেন পাক ক্রিকেটাররা, সেখানেই দারুণ সমাদর পাচ্ছেন। ভারতের আতিথেয়তায় মুগ্ধ বাবর আজমরা।
দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে কত কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে, তার ইয়ত্তা নেই। ভারতে পা রাখার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা ভারতকে শত্রু দেশ বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু ভারতের মাটিতে পা রাখার পরে বাবর আজমরা সমাদৃত হয়ে এসেছেন। তাঁদের জন্য সমর্থনও রয়েছে। হায়দরাবাদে থাকার সময়েই বাবর আজম এই আতিথেয়তার প্রশংসা করেছেন। রিজওয়ানও সোশাল মিডিয়ায় এমন সমাদরের প্রশংসা না করে পারেননি।
দুম্যাচ জিতে হায়দরাবাদ থেকে আহমেদাবাদে এসেছে পাক দল। আহমেদাবাদ যাওয়ার বিমানে উঠে পাক ক্রিকেটারদের আর এক দফা অবাক হওয়ার পালা ছিল। বিমান তখন মাঝ আকাশে, সেই সময়ে পাক ক্রিকেটারদের জন্য কেক নিয়ে আসেন বিমানসেবিকারা।
Vistara Airlines crew surprise Pakistan team by offering a cake during flight#thecurrent #ICCRankings #babarazam #pcb #gaza #Palestina pic.twitter.com/sOE6qqaIQz
— Wasim Sarwar (@MuhammadWa97681) October 12, 2023
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত জয়ের জন্য বাবরদের অভিনন্দনও জানান সংশ্লিষ্ট বিমানসংস্থার কর্মীরা। বিমানকর্মীদের এমন আয়োজনে খুশি পাক ক্রিকেটাররা। সবাই মিলে কেক কাটেন। দলের কয়েক জন ক্রিকেটার ভিডিয়ো তুলেছেন। বিমানকর্মীদের ধন্যবাদও জানান তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.