সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ধারাবাহিক ভাবে জিতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতের এই দারুণ সাফল্যের পরেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হক (Misbah ul Haq) কিন্তু মনে করছেন, নক আউট পর্বে অনেক কিছু খোয়াতে হবে ভারতকে।
মিসবা উল হক বলেন, ”একটা ব্যাপার নিশ্চিত। এটা হয়তো গ্রুপ পর্ব। কিন্তু একটা দল ক্রমাগত জিতে জিতে যখন নক আউট পর্বে পৌঁছয়, তখন ফেভারিটের তকমা জোটে সেই দলের। বাড়তে থাকে চাপ। তাই একটা দল যদি প্রথম এক-দুই ওভারের মধ্যে চাপে ফেলে দেয় ভারতকে, তাহলে অনেক কিছু হারাতে হবে।ফলে অন্য দলগুলোরও একটা সুযোগ থাকবে।”
মিসবাকে থামিয়ে দিয়ে প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, ”আমার মনে হয় অস্ট্রেলিয়া এই ভারতীয় দলকে বেগ দেবে।” শোয়েব মালিকের এহেন যুক্তি মেনে নেন মিসবা। মিসবা আরও বলেন, ”মনে রাখতে হবে ভারত পঞ্চাশ শতাংশ যুদ্ধ আগেই জিতে নিয়েছে। টুর্নামেন্টে দুরন্ত খেলে অন্য দলগুলোকে চাপে রেখে দিয়েছে ভারত। ফলে জেতার জন্য দলগুলোকে বিশ্বাস করতে হবে যে তারাও ভারতকে হারাতে পারে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.