সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাক ক্রিকেটের। একের পর এক ম্যাচে সঙ্গী হচ্ছে ব্যর্থতা। চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছে পাকিস্তানের (Pakistan Cricket)। ওয়াঘার ওপারে প্রাক্তন ক্রিকেটাররা তীব্র সমালোচনা করছেন বাবর আজমের (Babar Azam)।
তাঁর নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা, এত সমালোচনা, সেই বাবর আজম রয়েছেন নিজেতেই। হেলদোল নেই তাঁর। সূত্রের খবর, বিশ্বকাপের পরেই বিয়ে করবেন বাবর আজম। কলকাতায় এসে তিনি বিয়ের শপিং সেরেছেন বলে শোনা যাচ্ছে। বাবর আজম নতুন বিতর্কে জড়ালেন একথাই বলে দেওয়াই যায়।
আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচ খেলার জন্য শনিবার সন্ধেয় কলকাতায় এসে পৌঁছেছে ১৯৯২ সালের বিশ্বজয়ীরা। সূত্রের খবর, শাকিব আল হাসানদের বিরুদ্ধে নামার আগে পাক অধিনায়ক নিজের বিয়ের জন্য সাত লাখ টাকার ডিজাইনার শেরওয়ানি কিনেছেন। শহরের এক নামী জুয়েলারি প্রস্তুতকারক সংস্থার থেকে কয়েক লক্ষ টাকার বিয়ের গয়নাও কেনা হয়ে গিয়েছে তাঁর। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট খেলতে এসে পাক অধিনায়ক নিজের বিয়ের বাজার করছেন এমন ঘটনা স্মরণকালের মধ্যে শোনা যায়নি। এমন এক সময়ে বাবর আজম নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন, যখন চতুর্দিক থেকে তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়।
কলকাতায় পা দিয়েই উপহাসের কারণ হয়েছিল পাক দল। দুনিয়ার সব টেনশন একদিকে। আর বিরিয়ানির স্বাদ একদিকে। নাহলে ফাইভ স্টার হোটেলে থেকেও কেউ জোম্যাটোর মাধ্যমে পার্ক সার্কাসের রেস্তরাঁ থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়ার কথা ভাবতে পারেন! পাকিস্তান পারে। বাবর আজমরা পারেন। তাই তাঁদের নিয়ে চলতেই থাকে চর্চা। ধেয়ে আসে সমালোচনার ঝড়।
সবুজ মাঠে ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ দেশের মানুষ। বিশ্বকাপের পরে বাবর আজমরা কি দেশে ফিরতে পারবেন? এমন প্রশ্ন উঠে গিয়েছে এখনই। অথচ ক্রিকেটারদের মধ্যে এসব নিয়ে কোনও চিন্তাভাবনা নেই বলেই মনে হচ্ছে। অতীতে বিশ্বকাপে বা বিদেশের মাটিতে গিয়ে ব্যর্থ হলে ক্রিকেটাররা আর দেশে ফিরতেন না। দেশের মাটিতে পা দিলেই ক্রিকেটারদের দিকে উড়ে আসত পচা ডিম। এখন অবশ্য দিনকাল বদলে গিয়েছে। দেশ ক্ষিপ্ত ঠিকই। বিশ্বকাপের শেষে দেশের মানুষের কাছ থেকে বাবররা কেমন অভ্যর্থনা পান, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.