Advertisement
Advertisement

Breaking News

Shubman Gill

দুই সারাই অতীত, এবার নতুন এক অভিনেত্রীর প্রেমে পড়লেন শুভমন! জানেন কে?

কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল সারা আলি খান ও শুভমনের অন্তরঙ্গ ভিডিও।

Not Sara Ali Khan, this actress is Shubman Gill's crush| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 6, 2023 7:41 pm
  • Updated:March 6, 2023 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চর্চায় শুভমন গিল ও তাঁর প্রেম! তবে শচীনকন্য়া সারা তেন্ডুলকরের সঙ্গে নয়। এমনকী, সইফকন্য়া সারা আলি খানের সঙ্গেও নয়। বরং শুভমনের জীবনে এবার এল নতুন এক কন্য়া। তাও আবার দক্ষিণ ভারত থেকে।

গপ্পোটা একটু খোলসা করা যাক বরং। দুই সারার সঙ্গে যে শুভমন প্রেম করছেন, তা বলিউডের গুঞ্জনে বহুদিন ধরেই রয়েছে। এসব খবর কানেও গিয়েছে শুভমনের। তবে এই নিয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সম্প্রতি আর রাখঢাক করলেন না শুভ। বরং সোজাসুজি জানালেন তাঁর পছন্দের পাত্রীর কথা। শুভমনের কথায়,ইদানিং তাঁর রশ্মিকা মন্দানাকে দারুণ লাগছে। রশ্মিকার জন্যই নাকি মন উড়ু উড়ু শুভমনের। তবে শুভমনের এই প্রেম নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি রশ্মিকা।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে একলা নাকি? শীর্ষাসনের ছবি পোস্ট করতেই মিমিকে ‘নোংরা’ প্রস্তাব নেটিজেনের!]

Rashmika Mandanna wrote open letter to Haters

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল শুভমন ও সারার দুটি ভিডিও। একটিতে দেখা গিয়েছে বিমানে পাশাপাশি বসে শুভমন ও সারা। অন্য আরেকটিতে দেখা গিয়েছে, একই হোটেল থেকে লাগেজ নিয়ে বের হচ্ছেন দু’জনে।

এই ভিডিও দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নেয়। সারা আর শুভমন যে একান্তে সময় কাটিয়েছেন তা বুঝতে দেরি হল না কারও। তবে এই সম্পর্ক নিয়ে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন। আর এবার এসবের মাঝখানে ঢুকে পড়লেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা।

[আরও পড়ুন: বলিউডে বড় চমক, অক্ষয়, পরেশ, সুনীলের সঙ্গে এবার ‘হেরা ফেরি ৩’-তে সঞ্জয় দত্ত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement