Advertisement
Advertisement

Breaking News

রিও ওলিম্পিকের আশা শেষ লিয়েন্ডারের?

ঠিক ছিল এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকতে পারলেই সরাসরি মিলবে রিওর টিকিট৷ আর ডাবলসের জন্য সেই খেলোয়াড় ইচ্ছে মতো পার্টনার নেওয়ার সুযোগ পাবেন৷ প্রথম ১০-এ থেকে রিও ওলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন বোপন্না৷ এবং ওলিম্পিকের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাকেত মিনেনিকে৷

Not Leander Paes, Bopanna Picks Saketh Myneni For Rio Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 6:30 pm
  • Updated:July 20, 2024 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিস কেরিয়ারের এই পর্যায়ে পৌঁছে এমন দিন দেখতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি লিয়েন্ডার পেজ৷ সদ্য শেষ হওয়া ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন৷ ৪২ বছরেও দুরন্ত ফর্ম ধরে রেখেছেন কিংবদন্তি টেনিস তারকা৷ ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক তিনি৷ তা সত্ত্বেও রিও ওলিম্পিকে জায়গা হচ্ছে না পেজের!
শুনলে বেশ অবাক হতে হয়৷ যিনি একের পর এক মেজর খেতাব ও গ্র্যান্ড স্লাম জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তাঁর ভাগ্যের চাবি নাকি রয়েছে রোহন বোপন্নার হাতে!
ঠিক ছিল এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকতে পারলেই সরাসরি মিলবে রিওর টিকিট৷ আর ডাবলসের জন্য সেই খেলোয়াড় ইচ্ছে মতো পার্টনার নেওয়ার সুযোগ পাবেন৷ প্রথম ১০-এ থেকে রিও ওলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন বোপন্না এবং ওলিম্পিকের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাকেত মিনেনিকে৷ শুক্রবার সর্বভারতীয় টেনিস সংস্থাকে (এআইটিএ) তিনি নিজের ইচ্ছের কথা জানিয়েও দিয়েছেন৷ তবে জাতীয় নির্বাচকরাই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ তাঁরা যদি বোপন্নার সঙ্গে এক মত হন, তবে রিও যাওয়ার আশা শেষ হবে পেজের৷ দ্বিমত থাকলে অবশ্য তাঁর ভাগ্যের শিকে ছিঁড়তে পারে৷ হিসেব মতো দেখতে গেলে, এটিই পেজের শেষ ওলিম্পিক হতে চলেছে৷
২০১২ লন্ডন ওলিম্পিকেও পার্টনার বাছা নিয়ে সমস্যায় পড়েছিলেন ভারতীয় টেনিস খেলোয়াড়রা৷ অনভিজ্ঞ বিষ্ণু বর্ধনকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন পেজ৷ কোর্টের বাইরের একাধিক সমস্যায় সেবার হাতছাড়া হয়েছিল পদক৷ তবে এবার তেমনটা চায় না জাতীয় নির্বাচক কমিটি৷ এআইটিএ সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “২০১২-র পুনরাবৃত্তি চাই না৷ তাই নির্বাচন কমিটির সিদ্ধান্তই হবে শেষ কথা৷ বোপন্না তাঁর মতামত নিশ্চয়ই দিতে পারেন৷” এদিকে, পেজ আগেই জানিয়েছিলেন, পার্টনার হিসেবে তাঁর প্রথম পছন্দ বোপন্নাই৷ এবার দেখার শনিবার কমিটি কী সিদ্ধান্ত নেয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement