Advertisement
Advertisement
ISL

ডুরান্ডজয়ী নর্থইস্টের ঝাঁজে পরাস্ত, আইএসএলে হেরেই যাত্রা শুরু মহামেডানের

১-০ গোলে হারল সাদাকালো ব্রিগেড।

northeast united Fc beat mohammedan sc in ISL
Published by: Kishore Ghosh
  • Posted:September 16, 2024 9:29 pm
  • Updated:September 16, 2024 10:06 pm

মহামেডান: ০
নর্থইস্ট ইউনাইটেড: ১ (আলাউদ্দিন আজরায়ি)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামের সবুজ গালিচায় নতুন ইতিহাস গড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবার দেশের শীর্ষ লিগ আইএসএল খেলতে নামল তারা। আই লিগ চাম্পিয়ান হয়ে যোগ্য হিসেবেই এই উত্তরণ। বিপক্ষ সদ্য ডুরান্ডজয়ী নর্থইস্ট ইউনাইটেড। যদিও ছন্নছাড়া ফুটবলের জেরে শুরুটা ভালো হল না। ডুরান্ডজয়ীদের ঝাঁজে, সাহসী ফুটবলে ১-০ গোলে হারল কোচ আন্দ্রে চের্নিশভের দল।

Advertisement

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নতুন যাত্রা শুরুর আগে কোচ চের্নিশভ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “আইএসএলের অভিজ্ঞতা পুরোপুরি শুষে নিতে চাই” আমরা। যদিও এদিন সেই তাগিদ দেখা গেল না মহামেডান ফুটবলারদের মধ্যে। বরং ম্যাচের বয়স যত বেড়েছে তত উন্নতি হয়েছে নর্থইস্টের খেলায়। যদিও প্রথম অর্ধে দুই দলই সমর্থকদের হতাশ করে। ছন্নছাড়া ফুটবলের প্রদর্শন চলে। বল পজেশনে এগিয়ে থাকলেও মহামেডানের অধিকাংশ আক্রমণ গোলবক্স অবধি পৌঁছে নির্বিষ হয়ে যাচ্ছিল। তুলনায় ভালো শুরু করে নর্থইস্টের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। যদিও তারাও একটি-দুটির বেশি গোলমুখী শর্ট নিতে পারেনি।

দ্বিতীয় অর্ধে যেন নিজেদের গুছিয়ে নামল নর্থইস্ট ইউনাইটেড! এই পর্বের শুরুতে মহামেডানের অ্যালেক্স গোল লক্ষ্য করে একটি শট নিলেও কাজের কাজ হয়নি। এর পর ধীরে ধীরে মাঝমাঠের দখল নেয় ডুরান্ডজয়ীরা। নর্থইস্টের দুই ডানাও সচল হয়। ৬০ মিনিটের পর থেকেই একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে মহামেডান ডিফেন্সে। সাদাকালো ডিফেন্ডার এবং গোলকিপারের মরিয়া তৎপরতায় বদলায়নি স্কোরবোর্ড। ম্যাচের বয়স যখন ৭০ মিনিট তখন মহামেডানের বিকাশ নর্থইস্টের গোল লক্ষ্য জোরাল শট নেন। বাম দিকের বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায় বল। অন্যদিকে নর্থইস্টের মুহুর্মুহু আক্রমণে সাদাকালো গোলকিপার ছেত্রির নাজেহাল অবস্থা হয়। শেষ পর্যন্ত একটানা আক্রমণের ফল পায় জন আব্রাহামের দল। অতিরিক্ত সময় ৯৪ মিনিটের মাথায় আলাউদ্দিন আজরায়ির গোলমুখী শটে পরাস্ত হন মহামেডান গোলকিপার। কিছুক্ষণের মধ্যেই খেলার শেষের বাঁশি বাজান রেফারি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement