Advertisement
Advertisement
KL Rahul

‘শুধু দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখবে না!’ স্বীকারোক্তি কেএল রাহুলের

২০১৩ সালের পর থেকে টিম ইন্ডিয়ার ক্যাবিনেটে আইসিসি ট্রফি অধরা।

Nobody is going to remember us for winning bilateral series, says Team India star KL Rahul। Sangbad Pratidin

বিশ্বকাপ ফাইনালে হারের কারণ জানালেন কেএল রাহুল। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 31, 2023 2:57 pm
  • Updated:December 31, 2023 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালের পর থেকে আইসিসি (ICC) ট্রফি অধরা। এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের সুবর্ণ সুযোগ ছিল। এবারও খালি হাতে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেডকে। আইসিসি ইভেন্ট না জিতলেও, ভারতীয় দল একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ জিতেই চলেছে। কিন্তু কেন আইসিসি প্রতিযোগিতায় বারবার ব্যর্থ হচ্ছে তারকাখচিত দল? এই কঠিন প্রশ্নের উত্তর বরাবর এড়িয়ে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে এবার এই কঠিন প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেন কেএল রাহুল (KL Rahul)।

কেএল রাহুল বলেন, “১০ কিংবা ১৫ বছর আমাদের অবসর নিতেই হবে। তখন আমরা কোন পরিচয় বাঁচব বলতে পারেন! কত রান করেছি, কত উইকেট নিয়েছি বা ক’টা দ্বিপাক্ষিক সিরিজি জিতেছি, সেটা কেউ মনে রাখবে না। সবাই জানতে চাইবে আমাদের সময় ভারতীয় দল কতগুলো বিশ্বকাপ জিতেছে। কারণ বিশ্বকাপ জেতাই আসল লক্ষ্য। পরবর্তী সময় বিশ্বকাপে নামার আগে আমাদের ট্রফি জেতাকেই টার্গেট করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘কামব্যাকেও বক্স অফিস কাঁপাবে পন্থ’, দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের]

এদিকে গত আইপিএলে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্য অনেক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। কেমন ছিল সেই কঠিন দিনগুলো? কেএল রাহুল যোগ করছিলেন, “আমি এখন বেশ ভালো আছি। দলে ফিরতে পারার অনুভূতিটা খুবই ভালো। আমি তো অনেকদিনই মাঠের বাইরে ছিলাম। তবে সঠিক সময়ে সব ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি সন্তুষ্ট।” এখানেই অবশ্য তিনি থেমে থাকেননি। ফের বললেন, “চোটের সেই কঠিন সময় জানতাম আমার উপর প্রত্যাশার অনেক চাপ থাকবে। এবং সেটা হওয়াই স্বাভাবিক। কারণ সুস্থ হয়ে জাতীয় দলে কামব্যাক করলে কেউ চোটের কথা মনে রাখবে না। বরং সবাই আমার দিকে চেয়ে থাকবে। একটু ভুল হলেই সবাই ঝাঁপিয়ে পড়বে।”

গত ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন কেএল রাহুল। যা ছিল আক্ষরিক অর্থে রাজকীয় কামব্যাক। এশিয়া কাপের সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ১১১ রানে অপরাজিত ছিলেন। শুধু তাই নয়। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৫৮ ও ৫২ রান। কাপযুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই অজিদের বিরুদ্ধে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। তবে বিরাটের সঙ্গে চতুর্থ উইকেটে ১৬৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ৯৭ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। শুধু তাই নয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৬৪ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান। ফলে ১১ ম্যাচে ৪৫২ রান করেছিলেন। একইসঙ্গে কিপার হিসেবে ১৬টি ক্যাচ ধরার পাশাপাশি ১টি স্টাম্প করেন। আর এবার সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০১ রান। ভারত টেস্ট হারলেও, কেএল রাহুল নিজের কাজটা করেছেন। এবার ধারাবাহিকতা বজায় রেখে তিনি কীভাবে এগিয়ে যান, সেটাই দেখার।

[আরও পড়ুন: আইপিএল নাকি অলিম্পিকের মতোই বড়! অজি তারকার মন্তব্যে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement