Advertisement
Advertisement

নিরাপত্তা নয়, খেলোয়াড়দের মনসংযোগ ক্রিকেটের দিকেই: বিরাট

বৃহস্পতিবারই ইংল্যান্ডে পৌঁছাল ভারতীয় দল।

No time to focus on security situation, Virat Kohli on Manchester attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 3:18 pm
  • Updated:May 25, 2017 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এর মধ্যেই ম্যাঞ্চেস্টারে হামলার ঘটনা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহলি এসব নিয়ে ভাবতে নারাজ। তাঁর মতে, ক্রিকেটারদের কাছে নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই। তাঁরা এখন ক্রিকেটেই মনসংযোগ করতে চান।

[যে সুযোগ-সুবিধা পেয়েছে, তা আমরা পাইনি’]

বৃহস্পতিবারই ইংল্যান্ডে পৌঁছেছে ভারতীয় দল। আর এদিন সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বলেন, ‘আমাদের এখন নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই। আমরা এখানে টুর্নামেন্টে অংশ নিতেই এসেছি।’ ভারত অধিনায়কের মতে, ইংল্যান্ডের পরিবেশ আগের মতোই রয়েছে। ম্যাঞ্চেস্টার হামলার প্রভাব কোথাও তাঁর নজরে পড়েনি। ‘রাস্তায় এমন কোনও কিছুই আমাদের চোখে পড়েনি, যা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবাতে পারে। আগেও যেমন দেখেছি, এখনও তেমনই রয়েছে। তাই এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট।’ এমনটাই জানান বিরাট। এদিন ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ করা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘ভারতীয় দলের কোচ নিয়োগ নির্দিষ্ট পদ্ধতি মেনেই হচ্ছে, আমি তাতে কোনও পার্থক্য দেখতে পাচ্ছি না।’

Advertisement

[ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ! অনুমতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ BCCI]

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফির পরেই কোচ হিসেবে অনিল কুম্বলের মেয়াদ শেষ হচ্ছে। তাই ইতিমধ্যে বোর্ড যাঁরা ভারতীয় দলের কোচ হতে ইচ্ছুক, তাঁদের আবেদেন পত্র জমা দিতে বলেছে। কোচ নিযুক্ত করার প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা। এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ‘স্বচ্ছভাবেই ভারতীয় দলের কোচ নিযুক্ত করা হবে। এজন্য সৌরভ-শচীন-লক্ষ্মণের পরামর্শদাতা কমিটির সঙ্গে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর-এর একজন মনোনীত ব্যক্তি গোটা প্রক্রিয়াটিতে নজর রাখবেন।’ এই প্রসঙ্গে বিসিসিআইয়ের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরি বলেন, ‘পুরো ব্যাপারটিই একটি প্রক্রিয়া মেনে করা হবে। অনিল কুম্বলের চুক্তি শেষ হচ্ছে ২০ জুন। ২১ জুন তাই নতুন কোচ নিযুক্ত করা হবে। কুম্বলেও আবার আবেদন করতে পারেন। একটি কথা পরিস্কার করে জানান উচিত যে, বোর্ড কুম্বলের কাজে খুব খুশি। তবে বিসিসিআই কোচ নিযুক্ত করার দায়িত্বে নেই। সৌরভ, শচীন ও লক্ষ্মণের পরামর্শদাতা কমিটির হাতেই সেই অধিকার রয়েছে।’

[লুটপাটের করে মহিলাদের গণধর্ষণ, দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রতিবাদী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement