Advertisement
Advertisement

আইপিএলের নিলামে চূড়ান্ত হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

দল পেলেন না মুশফিকুর, মহমুদুল্লাহ।

No teams for Bangladesh players at IPL
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2018 4:34 pm
  • Updated:December 19, 2018 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নিজেদের ওজন অনেকটাই বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। বাংলার টাইগাররা প্রমাণ করে দিয়েছেন তাঁদের আর দুর্বল ভাবাটা ঠিক হবে না। জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিরুদ্ধে নিয়মিত সিরিজ জিতছে টাইগাররা। লড়াই দিচ্ছে ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ডের মতো বড় দলকেও। কিন্তু এহেন বাংলাদেশের ক্রিকেটাররাই আইপিএলের নিলামে চরম হতাশ হলেন। ২০১৯ আইপিএলের জন্য দল পেলেন না মুশফিকুর রহিম, মহমুদুল্লাহ রিয়াদরা।

[আইপিএলে দাম পেলেন দেড় কোটি টাকা, বিরাটের সঙ্গে খেলবেন বাংলার প্রয়াস]

দীর্ঘদিন ধরে আইপিএলে দাপিয়ে খেলছেন শাকিব আল হাসান। একসময় কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাকিব। গতবছর আইপিএলে সানরাইজার্সের হয়েও শাকিবের পারফরম্যান্স ছিল বেশ ভালই। তিনি ছাড়াও এর আগে আইপিএলে খেলেছেন তামিম ইকবাল, মোর্তাজারা। এঁদের সাফল্যে উৎসাহিত হয়েই এবার নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের দুই তারকা। মুশফিকুর রহিম এবং মহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু জয়পুরের নিলামে চরম হতাশ হতে হল তাঁদের। মুশফিকুর এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটেই উইকেট কিপার ব্যাটসম্যানদের তালিকা তৈরি করলে উপরের সারিতেই থাকবে তাঁর নাম। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখাল না কোনও দলই। একই গতি হল মহমুদুল্লাহর। তাঁকেও কেনার জন্য আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। এবার আইপিএলে খেলবেন না মোস্তাফিজুর রহমানও। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আইপিএলে বাংলাদেশিদের একমাত্র ভরসা শাকিব। স্বাভাবিকভাবেই হতাশ ওপার বাংলার ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

[একসময় ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন আইপিএলের সবচেয়ে দামি তারকা বরুণ চক্রবর্তী]

কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি অনীহার কারণ কী ফ্র্যাঞ্জাইজিগুলির? অনেকে বলছেন, আসলে বিদেশি ক্রিকেটারের নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়াটাই কাল হচ্ছে বাংলাদেশিদের জন্য। যেহেতু প্রথম একাদশে মাত্র ৪ জন বিদেশি খেলানো যায় তাই বিশ্বমানের অথবা টি-২০ বিশেষজ্ঞ বিদেশি ক্রিকেটারকেই কেনার দিকে ঝুঁকছে ফ্র্যাঞ্জাইজিরা। আর সেকারণে আন্তর্জাতিক স্তরে সফল অনেক ক্রিকেটারই দল পাচ্ছেন না আইপিএলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement