বড় মন্তব্য করে দিলেন নীতা আম্বানি। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৮ সালে আয়োজিত হতে চলেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক (Los Angeles 2028 Olympic)। সেই অলিম্পিকে (Olympic) এবার ক্রিকেটের অন্তর্ভূক্ত হতে চলেছে। সোমবার অর্থাৎ ১৬ অক্টোবর এমনই ঘোষণা করেছে আইওসি (IOC)। এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (International Olympic Committe) অন্যতম সদস্য নীতা মুকেশ আম্বানি।
দীর্ঘ ১২৮ বছর আবার অলিম্পিকে ফিরে এল ক্রিকেট। স্বভাবতই উচ্ছ্বসিত। নীতা বলেন, “লস অ্যাঞ্জেলেস সামার অলিম্পিক্স ২০২৮-এ অলিম্পিক স্পোর্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জন্য আইওসি সদস্যরা ভোট দিয়েছেন। এর জন্য একজন আইওসি সদস্য, একজন গর্বিত ভারতীয় এবং একজন দুর্দান্ত ক্রিকেট ভক্ত হিসেবে আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত!”
নীতা আম্বানির আশা, এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পাবে। তিনি ফের বলেন, “অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার ফলে নতুন ভৌগলিক অঞ্চলে অলিম্পিক মুভমেন্টের জন্য গভীর প্রবৃত্তি তৈরি করবে। আর একই সময়ে এটা ক্রিকেটের ক্রমবর্ধমান আন্তর্জাতিক জনপ্রিয়তাও বৃদ্ধি করবে।”
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিSangbad উটিভ কমিটি ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করার ব্যাপারে সিলমোহর দিল। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি।
এবারের এশিয়া কাপে ক্রিকেট ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই। শোনা যাচ্ছে, মহিলা ও পুরুষ দুই বিভাগেই ছটি করে দল ক্রিকেট খেলার সুযোগ পাবে। র্যাঙ্কিংয়ের নিরিখে ছটি দল অলিম্পিকে খেলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.