Advertisement
Advertisement

Breaking News

স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি, লোগোহীন ব্যাটেই খেলবেন রাহানেরা

ক্রিকেটারদের স্পনসরশিপ কি তাহলে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে?

Nike Dropped Its India Cricket Sponsorship
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 1:33 pm
  • Updated:November 7, 2016 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট হয়তো দেখা যাবে৷ তবে সে দাপটের সাক্ষী থাকতে উইলোর গায়ে থাকছে না কোনও সংস্থার লোগো৷ কেননা ভারতীয় ক্রিকেটারদের থেকে স্পনসরশিপ ফেরাচ্ছে নাইকি৷

ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করেনি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি৷ ফলত অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মতো ব্যাটসম্যানদের ব্যাটে এবার কোনও লোগো থাকছে না৷ ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে স্পনসর করা বেশ ব্যয়বহুল বিষয়৷ ধোনি, কোহলিদের ব্যাটে লোগো রাখার ক্ষেত্রে বছরে প্রায় ৭-১০ কোটি টাকা খরচ করে সংস্থাগুলি৷ বিভিন্ন বিষয়ে স্পনসরশিপের জন্য বিসিসিআই-কে বছরে প্রায় ৬০ কোটি টাকা দেয় নাইকি৷ গত ২০১৪-১৫ আর্থিক বর্ষে সংস্থার বিপুল পরিমাণ লোকসানের কারণেই এবার আর চুক্তি নবীকরণ করল না তারা৷ ফলত আসন্ন ইংল্যান্ড সিরিজে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারেরই ব্যাট থাকবে লোগোহীন৷ নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই অনেক ব্যাটম্যানকে লোগো ছাড়া ব্যাটেই খেলতে দেখা গিয়েছিল৷

Advertisement

ক্রিকেটারদের স্পনসর করা থেকে ইদানিং সরেও আসছে প্রখ্যাত সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি৷ নাইকির অন্যতম প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাসও ফুটবল, টেনিস, কবাডির মতো খেলায় স্পনসর করার পরিকল্পনা নিচ্ছে৷ আগামীদিনে ক্রিকেটারদের স্পনসরশিপ কি তাহলে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে? নাইকির এই সিদ্ধান্ত সে সম্ভাবনাই উসকে দিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement