Advertisement
Advertisement
Nicholas Pooran

পুরানের শরীরজুড়ে কালশিটে, নিজের চোটের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

দেখে নিন কী হয়েছে পুরানের।

Nicholas Pooran picked up a few bruises against India in T-20 series । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 14, 2023 4:31 pm
  • Updated:August 14, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ব্র্যান্ডন কিংয়ের (Brandon King) দুরন্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স তুলে ধরার সময়ে শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাত পান নিকোলাস পুরান। শরীরের একাধিক জায়গায় কালশিটে পড়ে যায় ক্যারিবিয়ান তারকার। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন পুরান। ক্যাপশন হিসেবে পুরান লেখেন, ”দ্য আফটার এফেক্টস। থ্যাঙ্ক ইউ ব্র্যান্ডন কিং অ্যান্ড অর্শদীপ।”

Advertisement

[আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে মাঠে কিলবিল করছে সাপ! ভয় ধরিয়ে দেওয়া ভাইরাল ভিডিও দেখুন]

 

ক্রিজে নামার পরে অর্শদীপের বল আঘাত করে পুরানের পাঁজরে। পুরানের ইনিংসের এটা দ্বিতীয় বল। পরে পুরানের বাঁ হাতের কনুইয়ে আঘাত পান। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়েছিলেন পুরান। ব্র্যান্ডন কিংয়ের শট এসে লাগে পুরানের বাঁ হাতের কনুইয়ে।

ভারতের রান তাড়া করতে নেমে কাইল মায়ার্সকে শুরুতেই ফেরায় ভারত। কিন্তু কিং এবং পুরান ১০৭ রানের পার্টনারশিপ গড়েন।

একসময়ে টি-টোয়েন্টি সিরিজের ফলাফল ছিল ২-২। সিরিজ নির্ণায়ক ম্যাচটি ব্র্যান্ডন কিং এবং পুরানের দৌলতে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 

[আরও পড়ুন:  ‘দিশাহীন দেখিয়েছে অধিনায়ককে’, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরে প্রাক্তন তারকার সমালোচনার মুখে পাণ্ডিয়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement