Advertisement
Advertisement

Breaking News

কেরিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত, বিদায়বেলায় নেইমারের পোস্ট দেখে চোখে জল ব্রাজিল ভক্তদের

কী লিখলেন তারকা?

Neymar says, Brazil’s World Cup exit is the saddest moment of his life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 10:41 am
  • Updated:July 8, 2018 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানে হেডফোন৷ পিঠে সোনার ব্যাগ৷ এভাবেই রাশিয়ায় পা রেখেছিলেন বিশ্বজয়ের লক্ষ্যে৷ রাশিয়া ছাড়লেনও একই ভঙ্গিতে৷ কিন্তু বদলে গিয়েছে মেজাজটা৷ চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট৷ কারণ এবারও খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে নেইমারকে৷

গত বিশ্বকাপের তুলনায় এবারের দল অনেক বেশি শক্তিশালী ছিল৷ সে কথা মেনে নিয়েছিলেন বিশেষজ্ঞরাও৷ তিতে জমানায় দুর্দান্ত ফর্মে ছিল পেলের দেশ৷ চ্যাম্পিয়ন হওয়ার সব রসদই ছিল এই দলটার মধ্যে৷ কিন্তু অঘটনের বিশ্বকাপে সবই ওলটপালট হয়ে গিয়েছে৷ সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে লাতিন আমেরিকার সব দেশ৷ যাদের মধ্যে সর্বশেষ ছিল ব্রাজিল৷ ১৬ বছরের খরা এবারও কাটল না৷ আর তাই মর্মাহত দলের স্তম্ভ নেইমার৷ বিশ্বকাপ থেকে বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন৷ সেই সঙ্গে জানালেন নিজের মনের কথা৷

Advertisement

[ঘরের মাটিতে শেষ রুশ বিপ্লব, টাইব্রেকারে জিতে বিশ্বকাপের সেমিতে ক্রোয়েশিয়া]

ব্রাজিলীয় পোস্টার বয় জানিয়েছেন, এটাই তাঁর ফুটবল জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত৷ ইনস্টাগ্রামের পোস্টে তিনি লেখেন, “ভীষণ কষ্ট হচ্ছে৷ কারণ আমরা জানতাম এই দল ইতিহাস তৈরি করতে পারত৷ কিন্তু এবার তা হল না৷ নতুন করে ফুটবল খেলার শক্তিটাই আর পাচ্ছি না৷ তবে আমার বিশ্বাস, ঈশ্বর যে কোনও পরিস্থিতি থেকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেবেন৷ তাই এই পরাজয়ের মুহূর্তেও উপরওয়ালাকে ধন্যবাদ জানাই৷” এই দলের অংশ হতে পারায় গর্বিত নেইমার৷ এখনই ভেঙে পড়তে চান না৷ চান না বিশ্বজয়ের স্বপ্ন দেখা বন্ধ করতেও৷ তাই লিখেছেন, “ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলার পথে ধাক্কা খেলাম৷ কিন্তু মাথায় ও মনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার খিদে রয়েই গেল৷” গত বিশ্বকাপে চোটের জন্য অনেকগুলো ম্যাচ রিজার্ভ বেঞ্চেই বসে কাটিয়েছিলেন৷ এবার তাই জয়ের তাগিদটা বেশি ছিল৷ কিন্তু লক্ষ্যপূরণ হল না৷

চলতি বিশ্বকাপে তাঁর প্লে-অ্যাক্টিংই ছিল আলোচনার কেন্দ্রে৷ মাঠে তাঁর চোট পাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা মিম৷ নেটদুনিয়ায় হাসি-ঠাট্টা চলেছে লাগাতার৷ যা দেখে শেষমেশ মুখ খুলেছিলেন ২৬ বছরের স্ট্রাইকার৷ বলেছিলেন, “সকলের যন্ত্রণা ক্ষমতা একরকম হয় না৷ ব্যথা লাগলে কী করব?” তবে ভুললে চলবে না, এই নেইমারের পা থেকে এসেছে দুটি গোলও৷ একাধিক গোলের নেপথ্যেও ছিলেন প্যারিস সাঁ জাঁর তারকা৷ কিন্তু বেলজিয়ামের বিরুদ্ধে তাঁর প্রদর্শন প্রশংসনীয় ছিল না৷ আর সেই ম্যাচেই ছিটকে যেতে হয়েছে ব্রাজিলকে৷ দলের মিডফিল্ডার ফার্নান্দিনহোও আন্দাজ করতে পেরেছেন, যেভাবে তাঁর আত্মঘাতী গোল দলকে বিপাকে ফেলেছিল, তারপর দেশবাসী হাসি মুখে তাঁকে বরণ করবেন না৷ তাই জানিয়েছিলেন, সবরকম পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত তাঁরা৷

[বিশ্বকাপে দেশের সাফল্য কামনায় মাঠের বাইরে কৃষ্ণনাম জপ রুশ তরুণীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement