সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিস তারকা ইভান লেন্ডল কোনওদিন উইম্বলডন জেতেননি। জোহান ক্রুয়েফ ব্যক্তিগত ভাবে রাঙিয়ে দিয়েছেন বিশ্ব ফুটবল। তবু বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। একই নিঃশ্বাসে উচ্চারিত হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।
ঈশ্বরদত্ত প্রতিভা। সেই মিডাস রাজাকে মনে করিয়ে দিয়েছেন তিনি। যা ছুঁয়েছেন, তাতেই সোনা ফলিয়েছেন। যেখানে তাঁর পদচিহ্ন পড়েছে, সেই স্থানই বিখ্যাত হয়েছে। বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। কিন্তু তাঁর শো কেসে শোভা পায়নি বিশ্বকাপ। এর জন্য কোনও পড়ন্ত বিকেলে হতাশা হয়তো গ্রাস করে পর্তুগিজ তারকাকে। কিন্তু তিনি তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা পাননি, তা নিয়ে ভাবিত নন। বরং নতুন কিছু আবিষ্কারের জন্য চ্যালেঞ্জ নিতে সবসময়ে প্রস্তুত। ফুটবলের টানে অজানা কোনও দেশে এসে নিজের দক্ষতা দেখাতেও পিছপা নন।
যেমন সৌদি প্রিমিয়ার লিগ। কয়েকবছর আগেও এই লিগের দিকে ঘুরেও তাকাতো না কেউ। এখন সেই লিগে যোগ হয়েছে গ্ল্যামার, এসেছেন একাধিক তারকা। পাদপ্রদীপের আলোয় উঠে এসেছে সৌদি প্রিমিয়ার লিগ। বিশ্বের নামী দামি তারকারা সই করছেন সৌদির একাধিক ক্লাবে। সর্বশেষ অন্তর্ভুক্তি নেইমার (Neymar)।
ব্রাজিলীয় তারকা তাঁর প্রথম সাক্ষাৎকারেই রোনাল্ডোর স্তুতি গেয়েছেন। প্রশংসা করেছেন। জানিয়েছেন রোনাল্ডোই শুরু। তিনিই প্রথম। তাঁকে দেখেই সবার নতুন ঠিকানায় আসা। আল হিলালে আসার পরে নেইমার জানিয়েছেন, রোনাল্ডোর ছোঁয়াতেই বদলে গিয়েছে সৌদি আরবের লিগ।
নেইমারের সঙ্গে দেখা হবে বেঞ্জিমা, ফিরমিনোর। মাঠে লড়াই হবে রোনাল্ডোর সঙ্গে। সে সবের অবশ্য ঢের দেরি। তার আগে নেইমার বললেন, ”আমি মনে করি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব কিছু আগে শুরু করেছে। সবাই ওকে উন্মাদ বলে থাকে, এটা ওটা বলে। কিন্তু দেখুন এই লিগটা ক্রমাগত বাড়ছে। উন্নতি করছে। নাম করছে।”
আল হিলালে সই করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছেন নেইমার। তিনি নিজেও ভিতরে ভিতরে ফুটছেন। ব্রাজিলীয় তারকা বলছেন, ”সেরা প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ হবে, তাঁদের বিরুদ্ধে খেলতে নামবো ভাবতেই উত্তেজনা বোধ হচ্ছে। ভাল খেলার জন্য প্রেরণা জোগাবে। মাঠে যখন রোনাল্ডো, বেঞ্জিমা, ফিরমিনোর সঙ্গে মুখোমুখি হব, তখন উত্তেজনা আরও বেড়ে যাবে।”
ইউরোপ ছেড়ে এশিয়ার ফুটবলে নেইমার। নিন্দুকরা বলবেন, অর্থের জন্য সৌদি আরবে খেলতে এসেছেন নেইমার। ব্রাজিলীয় তারকা কিন্তু নতুন এক ইতিহাস লেখার জন্য নতুন এক দেশে এসেছেন। নেইমার বলছেন, ”নতুন এক ইতিহাস লেখার জন্য আমি উত্তেজিত বলাই যায়। তবে ভাল কিছু করার জন্য একটা ভাল দল দরকার। আমিও আমার দলের হয়ে একাধিক ট্রফি, খেতাব জিততে চাই। উচ্চাকাঙ্খী এক ক্লাবকে সাফল্যে মুড়িয়ে দিতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.