Advertisement
Advertisement

মণিপুরের প্রথম ক্লাব হিসাবে আই লিগ খেলার ছাড়পত্র পেল নেরোকা এফসি

প্রেরণা আইজল এফসি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2017 1:37 pm
  • Updated:May 23, 2017 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেনেডি সিং, জেমস, সুরকুমার থেকে নওবা, ভাসুম, গৌরমাঙ্গি, ধনচন্দ্র, সুভাষ, মিলন হয়ে আজকের সেইত্যাসেন, জাকিচাঁদ, রোনাল্ড কিংবা বসন্ত৷ভারতীয় ফুটবলে প্রচুর তারকা, মহাতারকার জন্ম দিয়েছে মণিপুর৷ দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট এই রাজ্য৷ কিন্তু এতদিন দেশের শ্রেষ্ঠ টুর্নামেন্ট আই লিগে ছিল না তাদের কোনও প্রতিনিধি৷ এই প্রথম মণিপুর থেকে কোনও ক্লাব পেল আই লিগ৷নেরোকা এফসি৷ যাদের আসল নাম নর্থ ইস্টার্ন রি-অর্গানাইজিং কালচারাল অ্যাসোসিয়েশন৷

[মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার]

শেষ দু’-তিন বছর ধরেই অল্পের জন্য আই লিগের সুযোগ হাতছাড়া করেছে নেরোকা৷ তবে এবার আর নয়৷ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ন’টি ম্যাচেই অপরাজিত তারা৷ দু’টি ড্র৷ বাকি সব ম্যাচে জিতেছেন সুভাষ সিং, ইজুমি আরাতারা৷ এই সাফল্যের রেসিপি কী? লাজুক হেসে কোচ গিফট রাইকান বলছিলেন, “এবার প্রথম থেকেই আমরা বড্ড ফোকাসড ছিলাম৷ সবাই একটাই লক্ষ্য নিয়ে মরশুমটা শুরু করেছিলাম৷ যেভাবেই হোক আমাদের আই লিগের ছাড়পত্র পেতেই হবে৷”

Advertisement

[ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে আক্রান্তদের সাহায্যে এগিয়ে এল স্থানীয় গুরুদ্বারগুলি]

কথায় কথায় উঠল পাশের রাজ্য আইজলের প্রসঙ্গ৷ সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পরলেন গিফট৷ বলছিলেন, “ওরাই তো এখন আমাদের প্রেরণা৷ মাত্র ক’দিন হয়েছে ভারতীয় ফুটবলের মূলস্রোতে৷ এর মধ্যেই ওরা দেখিয়ে দিল ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়৷ মণিপুরে প্রতিভার কোনও অভাব নেই৷ বছরে পর বছর এখান থেকে ফুটবলাররা দেশের সেরা ক্লাবে দাপটের সঙ্গে খেলেছে৷ আমাদের সবথেকে বড় দু’টো সমস্যা অর্থ ও পরিকাঠামো৷ যার জন্য এক ছাতার নিচে সবাইকে আনা যাচ্ছিল না৷ সমস্যা হচ্ছিল৷ এবার সেটা হয়েছে৷ আশা করছি আমরা রাজ্যের নাম ভারতীয় ফুটবলে আরও উজ্জ্বল করে তুলতে পারব৷”

[OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement