Advertisement
Advertisement

Breaking News

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সেরা চারে নেই ফেডেরার এবং নাদাল

টানা ১১৫ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছেন নোভাক জকোভিচ৷

Neither Federar nor Nadal reaches top 4 in world ranking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 3:43 pm
  • Updated:October 11, 2016 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা টেনিসপ্রেমীদের কাছে৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম চারের বাইরে ছিটকে গেলেন নাদাল এবং ফেডেরার৷ চোট ও সাম্প্রতিক খারাপ ফর্ম৷ দুইয়ের ধাক্কায় কাঁপন ধরে গেল এটিপি ব়্যাঙ্কিংয়ে৷

অনেকে আবার এই ঘটনাকে টেনিস থেকে এই দুই তারকার শেষের শুরু বলে চিহ্নিত করছেন৷ রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল দু’জনে মোট ৩১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন৷ এই দু’জনের লড়াই এক দশকের বেশি সময় ধরে টেনিস বিশ্বের অন্যতম চর্চার বিষয়৷

Advertisement

হাঁটুর চোটের জন্য উইম্বলডন থেকে মাঠের বাইরে ফেডেরার৷ যার ফলে কমেছে তাঁর পয়েণ্ট৷ সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে  তিনি নেমে এসেছেন সাত নম্বরে৷ উল্টোদিকে, সম্প্রতি বেশ খারাপ ফর্মে নাদাল৷ সঙ্গে টুকটাক চোট তো আছেই৷ শেষবার ২০১৪ সালে গ্র্যান্ড স্ল্যাম জেতেন স্প্যানিশ তারকা৷ এটিপি প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন নোভাক জকোভিচ৷ ৭ জুলাই ২০১৪-তে তিনি প্রথমবার এক নম্বর স্থান দখল করেন৷ তারপর থেকে টানা ১১৫ সপ্তাহ তিনি ধরে রেখেছেন শীর্ষস্থান৷

২০১৩ সালের ২৩ জুন শেষবার প্রথম চারের বাইরে একসঙ্গে ছিলেন এই দুই তারকা৷ এর দু’সপ্তাহ পরই নিজের প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে প্রথম চারে ঢুকে পড়েন ফেডেরার৷ নাদালের বয়স তখন মাত্র ১৭৷ ব়্যাঙ্কিং ছিল ৭৬৷ ইন্দ্রপতন ঘটিয়ে, সেই থেকেই দ্রূতগতিতে উপরে ওঠা শুরু নাদালের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement