ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুসানে অনুষ্ঠিত আসন্ন ডায়মন্ড লিগ মিটে অংশ নেবেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা। প্যারিসে রুপো। পরপর দু’টি অলিম্পিকে পদক জয়ী ভারতের তারকা অ্যাথলিট শনিবার একথা জানিয়েছেন। প্যারিস অলিম্পিকে রুপো পাওয়ার পর শোনা গিয়েছিল নীরজের চোট রয়েছে। তাঁর অস্ত্রোপচার হতে পারে।
কিন্তু এদিন নীরজ বলেছেন, ‘‘২২ আগস্ট ডায়মন্ড লিগে আমি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’’ অলিম্পিক শেষ হওয়ার পর কয়েকটা দিন ব্যস্ত ছিলেন। তবে তিনি ইতিমধ্যেই সুইজারল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। চোট থাকলেও ভারতীয় তারকা মরশুমটা ভালোভাবেই শেষ করতে চান। ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগ অনুষ্ঠিত হবে ১৩-১৪ সেপ্টেম্বর। তারপরই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
নীরজ বলেছেন, ‘‘মরশুম শেষেই আমার চিকিৎসা শুরু হবে। আর মাত্র একটা মাস বাকি। নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা করব। পরে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করব। সাধারণত কোনও প্রতিযোগিতার পর চোটের অবস্থা খারাপ হয়ে যায়। সৌভাগ্যবশত অলিম্পিকের পর তেমন কিছু ঘটেনি। চোটের অবস্থা ঠিকই আছে। এরজন্য আমি ফিজিও ঈশান মারওয়াহকে ধন্যবাদ দেব। যেভাবে ও প্যারিসে আমার চিকিৎসা করেছে, তা সত্যিই অভিনব।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.