সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা হকি বিশ্বকাপে আয়োজকদের বিশ্রী ভুল। টুর্নামেন্ট শুরুর আগের ফটোশুটে ভারতের জাতীয় পতাকা দেখানো হল অশোক চক্র ছাড়াই। মহিলা হকি বিশ্বকাপের প্রচারের জন্য টেমসের তীরে ১৬টি দলের অধিনায়ককে নিয়ে একটি ফটোশুটের আয়োজন করেছিল ইংল্যান্ডের হকি ফেডারেশন৷ ফটোশুটে ছিলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালও৷ সেই ফটোশুটের সময়ই দেখা যায় ভারতের পতাকাতে অশোক চক্র নেই৷ অন্য সব দেশের পতাকার ছবি সঠিক থাকলেও ভারতের পতাকা অসম্পূর্ণ কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ অনেকে বলছেন, আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় পতাকার ছবি অসম্পুর্ণ দেখানো মানে তা কার্যত অবমাননার শামিল৷
Great morning interviewing this bunch by the #Thames in #London
Stay tuned for the official photos from @Vitality_UK and the @FIH_Hockey #hockeyworldnews #hwnews #hockey #worldcup #HWC2018 #Vitality pic.twitter.com/iAQb7MGm8p
— Hockey World News (@hockeyWrldNws) July 18, 2018
এই ছবি প্রকাশ্যে আসার পর ভারতীয় দলের তরফে অভিযোগ জানানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়৷ তবে, কিছুক্ষণ পরে নিজেদের ভুল শুধরে নেয় আয়োজকরা৷ নতুন করে ইংল্যান্ড হকির তরফে একটি ছবি পোস্ট করা হয় সোশ্যাল সাইটে৷ নতুন ছবিটিতে অবশ্য জাতীয় পতাকা সম্পুর্ণ ছিল, যথাস্থানে অশোক চক্রও ছিল নতুন ছবিটিতে৷ কিন্তু নতুন পোস্টেও পূর্ববর্তী ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করেনি ইংল্যান্ডের হকি ফেডারেশন৷
16 nations. 16 captains. 1 Prize. The Vitality #HWC2018! 🏑🌍🏆 Read about the official launch here:https://t.co/v8dziPC6SZ pic.twitter.com/Y0jTCRzL0N
— England Hockey (@EnglandHockey) July 19, 2018
আজ থেকেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ১৬ দেশের এই টুর্নামেন্ট৷ এই নিয়ে সপ্তমবারের জন্য মহিলা হকি বিশ্বকাপে সুযোগ পেয়েছে ভারতীয় দল৷ আজ ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজেদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া৷ টুর্নামেন্ট শুরুর আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক রানি জানিয়েছেন, অন্তত নক-আউট পর্ব পর্যন্ত যাওয়ার ব্যপারে আশাবাদী ভারত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.