Advertisement
Advertisement

দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল নরসিং

গত ৫ জুলাই দ্বিতীয়বার ডোপ পরীক্ষা করা হয়েছিল৷ বুধবার তারই রিপোর্টে দেখা গেল, এবারও উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ গত ২৫ জুন প্রথমবার ডোপ পরীক্ষায় ফেল করার জন্য তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন৷

Narsingh Yadav fails 2nd dope test, Rio Olympic hopes fade
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 8:44 pm
  • Updated:July 27, 2016 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকের রিংয়ে নামার আশা আরও ম্লান হয়ে গেল নরসিং যাদবের৷ বুধবার দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল করলেন ভারতীয় কুস্তিগির৷

গত ৫ জুলাই দ্বিতীয়বার ডোপ পরীক্ষা করা হয়েছিল৷ বুধবার তারই রিপোর্টে দেখা গেল, এবারও উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ গত ২৫ জুন প্রথমবার ডোপ পরীক্ষায় ফেল করার জন্য তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন৷ দ্বিতীয়বারের পরীক্ষাতেও ‘এ’ এবং ‘বি’ স্যাম্পেলে একই রকমের নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে বলে ফেডারেশন সূত্রে খবর৷ আর এখানেই ঘটনা নয়া মোড় নিল৷ কারণ প্রথম ডোপ টেস্টে ফেল করার পর থেকে নরসিং দাবি করে আসছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ তাঁর খাবারে ইচ্ছাকৃতভাবে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছিলেন৷ এমনকী ষড়যন্ত্রকারী হিসেবে নাম উঠে আসে আরেক ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের ভাই জিতেশের৷

Advertisement

কিন্তু দ্বিতীয় টেস্টে ফেল করার পর তাঁর অভিযোগ ধোপে টিকল না বলে মনে করছে ক্রীড়ামহল৷ কারণ নরসিং নিজেও আত্মবিশ্বাসী ছিলেন, এবারের পরীক্ষায় তিনি পাস করবেন৷ এবার তাঁর খাবারে কোনও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যেতে পারে না৷ নয়া রিপোর্টে নরসিং যে বেশ দিশেহারা হয়ে পড়লেন, তা বলার অপেক্ষা রাখে না৷ তাঁর বদলি হিসেবে প্রবীণ রানার রিওতে যাওয়া একপ্রকার ঠিকই হয়ে গেল৷ ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি হিসেবে প্রবীণ রানাকে ছাড়পত্র দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement