সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে মার্কিনবাসীদের হৃদয় জিতে নেন ভারতের প্রধানমন্ত্রী।
মার্কিন (US) সফরে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন মোদি। বৃহস্পতিবার নৈশভোজে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে একবুক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আমেরিকা অংশ নেবে, এমনটাই আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদির শুভেচ্ছাবার্তায় আপ্লুত উপস্থিত দর্শকরা। মোদি বলেছেন, ”বেসবলের প্রতি ভালবাসা রয়েছে আমেরিকার। তবুও ক্রিকেট জনপ্রিয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার ক্রিকেট দল ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা পর্বের ম্যাচ খেলছে। আমার শুভেচ্ছা রইল।”
#WATCH | Amidst the love for Baseball, Cricket is also getting popular in the US. The American team is trying their best to qualify for the Cricket World Cup to be held in India later this year. I wish them good luck and success: PM Modi during the official State Dinner at The… pic.twitter.com/996i2fkdJx
— ANI (@ANI) June 23, 2023
রিপোর্ট অনুযায়ী, চারশো জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন নৈশভোজে। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতে আর্বিভাব ঘটে আইপিএলের। এই টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠার পরই মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিকেট বিস্তার লাভ করে। বেসবলের দেশে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে ক্রিকেট। ভারত ও পাকিস্তানে শিকড় যাঁদের, তাঁরাই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন।
#WATCH | With every passing day, Indians and Americans are getting to know each other better… Kids in India become Spiderman on Halloween and America’s youth is dancing to the tunes of ‘Naatu Naatu’: PM Modi during the official State Dinner at The White House pic.twitter.com/45lqIcpxmo
— ANI (@ANI) June 23, 2023
ক্রিকেট নিয়ে শুভেচ্ছা জানিয়ে মার্কিনবাসীদের কাছে টেনে নেওয়ার পরে মার্কিন সফরে মোদির মুখে শোনা গেল ‘আরআরআর’-এর জনপ্রিয় ‘নাটু নাটু’ গানের কথা। মোদি বলেছেন, ”যত দিন যাচ্ছে, ভারতীয় ও আমেরিকানরা একে অপরকে আরও ভালভাবে চিনছে, জানছেন। ভারতের বাচ্চারা হ্যালোইনে স্পাইডারম্যান সাজছে, আর আমেরিকার যুব সমাজও ‘নাটু নাটু’-র সুরে নাচছে। মোদির এই কথার পরে অতিথি-অভ্যাগতরা করতালি-হাসিতে ফেটে পড়েন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.