Advertisement
Advertisement
MS Dhoni

হঠাৎই ভাইরাল ধোনির নিয়োগপত্রের ছবি, কত বেতন ছিল ক্যাপ্টেন কুলের?

এগারো বছর আগে ধোনিকে দেওয়া হয়েছিল এই নিয়োগপত্রটি।

MS Dhoni's old job appointment letter goes viral in social media । Sangbad Pratidin

আরও একটা আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন ধোনি। ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:July 26, 2023 7:53 pm
  • Updated:July 26, 2023 7:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব সময়ে চর্চায় থাকেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসকে (CSK) আইপিএল চ্যাম্পিয়ন করার পরে দেশজুড়ে ধোনি বন্দনা। এবার ক্যাপ্টেন কুলের একটি পুরনো চাকরির নিয়োগপত্র ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি বেশ বছর ছয়েক আগে ধোনির এই নিয়োগপত্রটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

২০১২ সালের সেই নিয়োগপত্রে ধোনির মাসিক বেতন এবং তাঁর পদের উল্লেখ রয়েছে। চেন্নাইয়ে ইন্ডিয়া সিমেন্টসের হেড অফিসে ভাইস প্রেসিডেন্টের পদে তাঁকে নিয়োগ করার কথা লেখা ছিল সেই নিয়োগপত্রে। নিয়োগপত্র অনুযায়ী, ধোনির বেতন ছিল ৪৩ হাজার টাকা। ওই নিয়োগপত্রে উল্লেখ রয়েছে, স্পেশ্যাল পে বাবদ ২০ হাজার টাকা পাবেন ধোনি। হাউস রেন্ট বাবদ ২০ হাজার ৪০০ টাকা। নিয়োগপত্রে ধোনির বেতন আরও বিভিন্ন ভাগে বিভক্ত করা ছিল।

Advertisement

[আরও পড়ুন: সব বিতর্কের অবসান, এশিয়ান গেমসে খেলবেন সুনীলরা]

 

 

এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ধোনির নেতৃত্ব নিয়ে প্রবল চর্চা হয়। পরের বছরের আইপিএলেও খেলবেন ধোনি। এবারের টুর্নামেন্টে ধোনি রেকর্ডও গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০টি আইপিএল ম্যাচ খেলেন। মেগা টুর্নামেন্টে পাঁচ হাজারের বেশি রান করেন তিনি। চেন্নাই সুপার কিংসে ধোনি ৪৫০৮ রান করেন ২২০টি আইপিএল ম্যাচে।

[আরও পড়ুন: দীপক চাহারের অবিশ্বাস্য বোলিংকে টপকালেন অখ্যাত বোলার, গড়লেন নতুন রেকর্ড]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement