Advertisement
Advertisement

ধোনির অবসর নেওয়া নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ

বললেন চ্যাম্পিয়নস ট্রফির ওপরেই নির্ভর করবে ধোনির ক্রিকেট কেরিয়ার।

'MS Dhoni's career depends on Champions Trophy success'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 14, 2017 8:59 am
  • Updated:March 14, 2017 8:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কী অবসর নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? শুধু ধোনির সমর্থকরা নন, তামাম ক্রিকেটবিশ্ব এখন এই প্রশ্ন নিয়ে আলোচনায় মুখর। এই নিয়েই এবার মুখ খুললেন ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ওপরেই নির্ভর করবে ধোনির ক্রিকেট কেরিয়ার। তাঁর সাফ বক্তব্য, ধোনি যদি ইংল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে সফল হয়, তাহলে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ও খেলবে। অর্থাৎ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ধোনির ভাগ্য জড়িয়ে।

জানেন, আজও কেন অ্যাওয়ার্ড শো এড়িয়ে চলেন আমির?

সোমবার কলকাতায় অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের উদ্বোধনে এসে তিনি বলেন, ‘এই মুহূর্তে ধোনির ফোকাস কেবলমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। যদিও মাহি ওখানে সফল হয়, তাহলে বিশ্বকাপেও খেলবে।’ কেশব মনে করছেন শেষ কয়েকটি ম্যাচে অধিনায়ক হিসেবে ব্যর্থ হলেও এখন ধোনির মস্তিষ্ক যথেষ্ট খুরধার। ‘এটা খুবই সাধারণ ব্যাপার। বয়স বেড়ে গেল তার কিছুটা প্রভাব পারফরম্যান্সে পড়বে। ধোনির ক্ষেত্রেও সেটির অন্যথা হয়নি। কিন্তু আজও ম্যাচ পর্যবেক্ষণের ক্ষমতা ওর দুর্দান্ত রয়েছে। এই জন্য মাহি সবার থেকে আলাদা। তাই তো ফিট থাকতে বিজয় হাজারে ট্রফিতেও ধোনি খেলেছে।’

Advertisement

চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

২০১৪ সালে আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। আর চলতি বছরের জানুয়ারি মাসে ছেড়েছিলেন ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এই প্রসঙ্গে ধোনির ছোটবেলার কোচ বলেন, ‘ধোনি নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। কেউ আঙুল তোলার আগেই তাই টেস্ট থেকে অবসর নিয়েছিল ও। মাহি কখন কোন সিদ্ধান্ত নেবে, সেটা ও ছাড়া কেউ জানে না। এমনকী বাড়ির লোক এবং সবচেয়ে কাছের বন্ধুকেও টেস্ট কখন ছাড়বে সেকথা জানায়নি।’

পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের

এদিন তিনি আইপিএলে পুণে দলের অধিনায়কত্ব থেকে ধোনিকে সরানোর ব্যাপারেও মুখ খোলেন। বলেন, ‘দলের মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন। ধোনির হাতে এখন কিছুই নেই। খেলোয়াড় হিসেবেই ধোনিকে এই মরশুমটা খেলতে হবে।’ ছোটবেলায় কেমন ছিলেন ধোনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ছোটবেলায় ধোনি কখনই নিয়ম ভাঙত না। প্রাকটিসে প্রত্যেকদিন সময়ে আসত। এখনও মাহি একইরকম আছে।’

গদরে ফৌজ নামাচ্ছে চিন, নিশানায় ভারত!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement