Advertisement
Advertisement

যুবিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ধোনি

ক্যাপ্টেন কুলকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যুবি৷ যার উত্তর জানতে আগ্রহী গোটা ক্রিকেট দুনিয়া৷

MS Dhoni unveils his future plans to Yuvraj Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 3:57 pm
  • Updated:June 17, 2022 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় হোক বা হার, সতীর্থদের কাছে সেরা নেতা মহেন্দ্র সিং ধোনিই৷ ভারতীয় দলে কামব্যাক করা যুবরাজ সিং অন্তত যে তেমনটাই মনে করেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন৷ সেই সঙ্গে ক্যাপ্টেন কুলকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যুবি৷ যার উত্তর জানতে আগ্রহী গোটা ক্রিকেট দুনিয়া৷

(গ্রেপ্তারির মুখে কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রম)

বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, দেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন ধোনি৷ কিন্তু নেতা হিসেবে শেষ ম্যাচটায় আর জয়ের মুখ দেখা হল না৷ মঙ্গলবার ইংল্যান্ড এ-র বিরুদ্ধে ৩০০-র বেশি রান করেছিল ধোনির ভারতীয় ‘এ’ দল৷ ৬৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ মুম্বইয়ের ওয়ার্ম আপ ম্যাচে বাজিমাত করে সফরকারী দলই৷

Advertisement

(সোশ্যাল মিডিয়ায় এবার মৌলবাদীদের নিশানায় সানিয়া)

ফল যা-ই হোক না কেন, পাঞ্জাব দা পুত্তর কিন্তু সর্বকালের সেরা নেতার আসনে বসালেন মাহিকেই৷ ছেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক না হতে পারার জন্য ধোনিকে একাধিকবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাবা যোগরাজ সিং৷ তবে মাহির কৃতিত্বকে এতটুকুও খাটো করলেন না ভারতীয় অল-রাউন্ডার৷ ম্যাচের পর ক্যাপ্টেন কুলকে পাশে নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করলেন যুবি৷ সেখানেই ধোনিকে একটি মূল্যবান প্রশ্ন করলেন৷ যুবরাজ জানতে চাইলেন, নেতৃত্বের দায়িত্ব তো শেষ৷ তবে কি ভবিষ্যতে বাইশ গজে আরও বেশি ছক্কা হাঁকাতে দেখা যাবে মাহিকে? জবাবে ধোনি জানালেন, সঠিক এরিয়ায় বল পেলে আর পরিস্থিতি ছয় মারার মতো হলে, তিনি নিশ্চয়ই ওভার বাউন্ডারি হাঁকাবেন৷ সদ্য বিরাট কোহলিকে নেতার জায়গা ছেড়ে দেওয়া ধোনির এমন প্রতিক্রিয়া যে তাঁর ভক্তদের মন ভরিয়ে দিল, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷ ‘অধিনায়ক’ ধোনির বিদায় ঘটলেও, বাইশ গজে ‘ফিনিশার’ ধোনিকে আরও অনেকদিন পাবেন ক্রিকেটপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement