Advertisement
Advertisement

Breaking News

সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে ভাজ্জি!

ভাজ্জি টুইটারে সৌরভের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, "ভারতের সর্বকালের সেরা অধিনায়ক আপনি৷ বিদেশের মাটিতে আপনিই জয়ের মন্ত্র দিয়েছিলেন দলকে৷

MS Dhoni fans slam Harbhajan for wishing Sourav Ganguly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 8:02 pm
  • Updated:July 8, 2022 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রিয় ‘দাদা’কে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন হরভজন সিং৷ কিন্তু কে জানত সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়তে হবে তাঁকে! আসলে সৌরভকে শুভেচ্ছা জানালেও মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি৷ আর তাতেই ভক্তদের তীব্র বিদ্রুপের মুখে পড়তে হল ভাজ্জিকে৷

ভারতীয় স্পিনারের সঙ্গে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভের ভাল সম্পর্কের কথা ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়৷ সৌরভের আমলেই বাইশ গজে অভিষেক ঘটেছিল হরভজনের৷ ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ৩২টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি৷ তারপর থেকেই ক্রিকেট বিশ্ব তাঁকে ‘টার্বুনেটর’ নামে চেনে৷ দাদার প্রতি তাই চিরকালই বাড়তি শ্রদ্ধা রয়েছে তাঁর৷ কিন্তু সৌরভকে কী এমন টুইট করলেন ভাজ্জি, যাতে ধোনি ভক্তেরা এক্কেবারে রেগে লাল হয়ে গেলেন?

Advertisement

ভাজ্জি টুইটারে সৌরভের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, “ভারতের সর্বকালের সেরা অধিনায়ক আপনি৷ বিদেশের মাটিতে আপনিই জয়ের মন্ত্র দিয়েছিলেন দলকে৷ চ্যাম্পিয়ন, যোদ্ধা ও একজন বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷” সৌরভকে মনে করে শুভেচ্ছা জানালেও তার ঠিক আগের দিন অর্থাৎ ৭ জুলাই ক্যাপ্টেন কুলকে ‘হ্যাপি বার্থডে’ বলেননি ভাজ্জি৷

ধোনির ভক্তদের এই অভিযোগ তো আছেই, সেই সঙ্গে সৌরভকে সর্বকালের সেরা বলা নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা৷ বিদ্রুপে ভরা একের পর এক টুইটে বিদ্ধ ‘পাঞ্জাব দা পুত্তর’৷

ধোনির সমর্থকরা কটাক্ষ করে লিখেছেন, হরভজনকে বাদ দিয়ে অশ্বিনকে বেছে নেওয়ায় তাঁর হিংসা হয়েছে৷ সেই জন্যই এমন মন্তব্য৷

আরেকজন আবার লিখেছেন, ধোনির আমলে হরভজনকে সতীর্থদের জন্য জল বইতে হয়েছিল৷ পরে দল থেকে বাদও পড়েছিলেন৷ সেই হতাশা থেকেই এই কথা বলছেন ভাজ্জি৷ তাঁদের একটাই প্রশ্ন, সৌরভ যদি সেরা হন, তবে ধোনি কে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement