Advertisement
Advertisement
MS Dhoni

ধোনির জার্সি হাতে খেলা দেখছেন জিম্বাবোয়ে ভক্ত, পড়ন্ত বেলাতেও আগের মতোই জনপ্রিয় মাহি

বিদেশের মাঠেও দারুণ জনপ্রিয় ধোনি।

MS Dhoni fan wears his jersey and watching the match of Zimbabwe and Natherlands । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 21, 2023 4:17 pm
  • Updated:June 21, 2023 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পড়ন্ত বেলাতেও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জনপ্রিয়তা তুঙ্গে। আরও একবার তা দেখা গেল বিশ্বকাপের যোগ্যতা পর্বে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস (Zimbabwe vs Netherlands) ম্যাচে।

ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবোয়ে ছ’ উইকেটে হারায় স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসকে।
সেই ম্যাচে এক ভক্তকে ধোনির জার্সি হাতে গ্যালারিতে দেখা যায়। চেন্নাই সুপার কিংসের হলুদ রঙা জার্সি ছিল সেই ভক্তের হাতে। এতেই বোঝা যায়, এমএস ধোনি এখনও আগের মতোই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধোনির জার্সি হাতে সেই ভক্তের ছবি।

Advertisement

[আরও পড়ুন: প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ রোনাল্ডোর, রেকর্ড গড়ার দিনে করলেন গোলও]

 

ধোনির হাতে পঞ্চম বার উঠেছে আইপিএল ট্রফি। পঞ্চমবার খেতাব জেতে সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচ বার খেতাব জিতেছে। রোহিত শর্মাও পাঁচবারের আইপিএল খেতাবজয়ী অধিনায়ক। দেশের গণ্ডি অতিক্রম করে ধোনির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে টস জিতে জিম্বাবোয়ে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডসকে। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করে নেদারল্যান্ডস। রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৪০.৫ ওভারে ম্যাচ জিতে নেয়। সিকন্দর রাজা ৫৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন। শন উইলিয়ামসও ৫৮ বলে ৯১ রান করেন।

[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশকে হারাল ৩১ রানে]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement