Advertisement
Advertisement

Breaking News

IPL MS Dhoni

ফাইনালের নিষ্পত্তি হওয়ার আগেই ধোনির নজির, এবার কী করলেন মাহি?

ধোনিকে নিয়ে আবেগ দেশজুড়ে।

MS Dhoni creates history in IPL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 29, 2023 8:55 pm
  • Updated:May 29, 2023 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস তৈরি করলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়লেন ‘ক্যাপ্টেন কুল’। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২২০টি ম্যাচ খেলা হয়ে গেল ধোনির। রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন মাহি। উল্লেখ্য, ২০১৬ এবং ২০১৭ সালে পুণে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন বিশ্বজয়ী অধিনায়ক। উল্লেখ্য, সেই সময়ে দু’ বছরের জন্য নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। 

ধোনির আড়াইশোটি ম্যাচের ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ আইপিএলে ২৪৩ টি ম্যাচ খেলেছেন। দীনেশ কার্তিকের নামের পাশে লেখা ২৪২টি ম্যাচ। বিরাট কোহলি খেলেছেন ২৩৭টি আইপিএল ম্যাচ। আইপিএলে রবীন্দ্র জাদেজার ম্যাচ সংখ্যা ২২৫।

Advertisement

[আরও পড়ুন: ‘আশা করি দর্শকরা আনন্দ পাবে’, টস জিতে বললেন ধোনি, জমকালো সমাপ্তি অনুষ্ঠানে শুরু ফাইনাল]

 

সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি আরও একটা নজির গড়লেন  ধোনি। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১১টি আইপিএল ফাইনাল খেলছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ১০টি ফাইনাল এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ২০১৭ সালে একমাত্র ফাইনাল খেলেছিলেন ধোনি।

ধোনিকে নিয়ে দারুণ আবেগ গোটা দেশজুড়ে। এবারের আইপিএল কোথায় যেন ধোনির টুর্নামেন্ট হয়ে গেল।

[আরও পড়ুন: ‘গিলকে ছেড়ে দেওয়া সবথেকে বড় ভুল কেকেআরের’, বলছেন প্রাক্তন কিউয়ি তারকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement