Advertisement
Advertisement

Breaking News

‘১৬ সাক্ষী থাকল যে সব নজিরবিহীন ঘটনার

গল্প নয় একদম সত্যি! চমকে দেওয়া এই ঘটনাগুলিই জমা পড়ল এবছরের ঝুলিতে৷

Most memorable incidents of 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 3:43 pm
  • Updated:July 11, 2018 2:37 pm

ঘটনা ঘটেছে৷ রটনা রটেছে৷ কেউ হেসেছে৷ কেউ কেঁদেছে৷ কেউ গড়েছে৷ কেউ ভেঙেছে৷ কেউ পেয়েছে৷ কেউ হারিয়েছে৷ ষোলোর বারোমাস্যায় কত কিছুই না হয়েছে৷ সময়ের হিসেবে আজ সবই অতীত৷ অতীতের সেই কবিতা থেকেই শুরু হোক নতুনের জয়গান৷ একটু নজিরবিহীনভাবে৷ সংকলনে সংবাদ প্রতিদিন

১) সিপিএম-কংগ্রেস জোট – রাজনীতির ময়দানে অঙ্ক কষার কোনও শেষ নেই৷ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সবই চলে৷ তবে আলিমুদ্দিনের এই মতিগতি হবে কেউ বোধহয় ভাবতে পারেননি ঘোষণার আগে৷ বিধানসভা ভোটের আগে রাজ্যে জোট বাঁধল সিপিএম-কংগ্রেস৷ একই মালায় গলা দিলেন রাহুল গান্ধী-বুদ্ধদেব ভট্টাচার্য৷ সৌহার্দ্রের সেই বিরল নজিরও নির্বাচনে বিরোধী জোটের ভরাডুবি আটকাতে পারেনি৷ ফল, বিরোধী দলের তকমাও জোটেনি বামফ্রন্টের৷

Advertisement

 1-rahul-buddha

২) শহিদ হনুমানথাপ্পা – টানা ছয়দিন বরফের নিচে চাপা পড়ে ছিলেন৷ উদ্ধারকারী দল যখন খোঁজ পায় তখনও প্রাণ ছিল ভারতীয় সেনার ল্যান্সনায়েকের দেহে৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ বরফের নিচে থাকার কারণে শরীরে জমতে শুরু করল জল৷ ধরল নিউমোনিয়া৷ কোটি কোটি দেশবাসী প্রার্থনাও কাজে লাগল না৷ হাসপাতালে টানা তিন দিনের লড়াই শেষে জীবনের কাছে হনুমানথাপ্পা৷ তবে টানা এতদিন বরফে নিচে চাপা পড়েও বেঁচে ফিরে দেশবাসীকে দিয়ে গিয়েছেন এক না ভুলতে পারা বিরল মুহূর্ত৷

 2-hanumanthappa

৩) আইএনএস বিক্রান্ত – ভাঙা-গড়ার নামই তো জীবন৷ এই জীবনের তাগিদেই নতুন করে প্রাণ পেল ভারতীয় নৌবাহিনীর পরাক্রমী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত৷ সেনার বাতিল এই রণতরীকে ধাতুকে গলিয়েই তারা তৈরি করে ‘ভি’ সিরিজের মোটরবাইক৷ আবেগ তাড়িত একটি বিজ্ঞাপনে হয়েছিল সেই বাইকের প্রচার৷ বুকিং শুরু হয়েছিল মার্চ থেকেই৷

 vikrant

 

৫) প্রেমের ফাঁদে প্লেন হাইজ্যাক – স্ত্রীকে ভালবাসা ভাল৷ তবে সৈফ এল দীন মুস্তাফার মতো ভালবাসা মোটেও ভাল না৷ মনে আছে, মার্চের শেষে কী করেছিলেন ইজিপ্টের এই অধ্যাপক৷ গোটা একটা বিমান হাইজ্যাক করে ফেলেছিলেন স্ত্রীকে দেখার জন্য৷ তাও আবার যিনি প্রাক্তন হয়ে গিয়েছেন৷ প্রথমেই হইচই পড়ে গিয়েছিল বিমানবন্দরে৷ মুস্তাফা দাবি করেছিলেন, বিস্ফোরক রয়েছে তাঁর কাছে৷ ধরা পড়ার পর জানা গেল সবই প্রেমিকের মিথ্যে আস্ফালন৷

 egypt

৬) উপত্যকায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – জম্মু ও কাশ্মীর৷ নামটা শুনলে এখন আর পাহাড়ে ঘেরা কোনও স্বর্গের কথা মনে পড়ে না৷ মনে পড়ে কারফিউ, সেনা, সন্ত্রাস, জঙ্গি এই শব্দগুলি৷ এই উপত্যকাতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে৷ শুধু বাবা মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে নয়, আস্থা ভোটে জিতেই মসনদে বসেছেন ৫৭ বছরের নেত্রী৷

 

PDP president Mehbooba Mufti Adressing a Press Conference at her Gupkar Residence in Srinagar on August 09.2011 *** Local Caption *** PDP president Mehbooba Mufti Adressing a Press Conference at her Gupkar Residence in Srinagar on August 09.2011.PHOTO BY SHUAIB MASOODI

৭) শনি শিঙ্গনাপুরে মহিলা প্রবেশ ৪০০ বছরের পুরনো প্রথা ভাঙল ষোলোর কল্যাণে৷ বম্বে হাই কোর্টের নির্দেশে মহারাষ্ট্রের বিখ্যাত শনি শিঙ্গনাপুর মন্দিরে প্রবেশের অধিকার পেলেন মহিলারা৷ জানুয়ারি মাসে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সমাজকর্মী ত্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে৷ ৫০০-রও বেশি মহিলা মন্দিরে উদ্দেশে রওনা দিয়েছিলেন৷ দাবি ছিল, মহিলাদের প্রবেশাধিকার চাই৷ তখন পুলিশ আটকে দিয়েছিল মহিলা ব্রিগেডকে৷ পরে এপ্রিল মাসে সেই পুলিশের সুরক্ষাতেই মন্দিরে ঢুকে নজির গড়েন মহিলারা৷

 shani

৮) তৃণমূলে মানস ভুঁইয়া – পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছিলই৷ বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য কংগ্রেসের ঘরোয়া কাজিয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন মানস ভুঁইয়া৷ ফল জানা গেল বছরের মাঝামাঝি৷ যখন সবংয়ের রাজনৈতিক ময়দানে নামল ধস৷ কংগ্রেসের সঙ্গে বহু বছরের সম্পর্ক শেষ করে তৃণমূলে যোগ দিলেন অভিমানী মানস৷ সঙ্গে ছিলেন কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা৷

 manas-bhunia-web

৯) অলিম্পিকে ব্রাজিলের সোনা –  পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল৷ এতদিন একটাই খুঁত রয়ে গিয়েছিল৷ তাও মিটে গেল ষোলোর আঙিনায়৷ ওলিম্পিকে প্রথম সোনা জিতল ফুটবল ‘মক্কা’ ব্রাজিল৷ জয়সূচক গোলটা করেই হাঁটু গেড়ে বসে পড়েছিলেন নেইমার৷ ব্রাজিলের পোস্টার বয়ের চোখে তখন ছিল চোখে জল৷ কারণ নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে ব্রাজিলকে প্রথম ওলিম্পিক সোনা এনে দিতে পেরেছিলেন বার্সেলোনা স্ট্রাইকার৷

 brazil-v-germany-final-mens-football-olympics-day-151

১০) ব্রোঞ্জ যখন হয় সিলভার – রুমাল থেকে বিড়াল হয় কিনা জানা নেই৷ তবে ব্রোঞ্জ যে রুপোয় পরিণত হতেই পারে, তা ভারতবাসী ভালভাবেই জেনে গিয়েছেন৷ চার বছর আগে লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত৷ চলতি বছরে যা পরিণত হল রুপোয়৷ না কোনও জাদুবলে নয়, আসলে লন্ডন ওলিম্পিকে কুস্তির ৬০ কেজি বিভাগের ফাইনালে হেরে রুপো পেয়েছিলেন রাশিয়ার বেসিক কুডুখোভ৷ তার পরের বছর ২০১৩ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি৷ তবে ডোপ টেস্টের জন্য তাঁর নমুনা রাখা ছিল আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থার (ওয়াডা) কাছে৷ রিও ওলিম্পিক শুরুর আগে সেই নমুনা ফের পরীক্ষা করা হয়৷ এবং সেই ডোপ টেস্টে ফেল করেন প্রয়াত রাশিয়ান কুস্তিগির৷ আর তাতেই শিকে ছেঁড়ে যোগেশ্বরের৷

 yogeshwar-dutt-rsquo-s-london-olympics-bronze-is-being-upgraded-to-silver-and-here-rsquo-s-why980-1472542617_980x457

১১) সন্তরূপেণ সংস্থিতা শহরের মাদার ভ্যাটিকান থেকে কলকাতার দূরত্ব ঠিক কতখানি, তা নেহাতই অঙ্কের হিসেব৷ কিন্তু আবেগের নিরিখে, অনুভবের যোগাযোগে সেই মুহূর্তে দুনিয়ার দু-প্রান্তের মধ্যে বিন্দুমাত্র দূরত্ব ছিল না৷ সারা বিশ্বের পথ যেন সেদিন আক্ষরিকভাবেই মিলেছিল রোমে৷ তিনিই মিলিয়েছিলেন৷ যিনি একদিন সুদূর আলবেনিয়া থেকে কলকাতাকেই তাঁর সাধনা তথা কর্মযোগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন৷ অ্যাগনেস  গোনজা বোয়াজিউ, কলকাতার আদরের মাদার হলেন সন্তরূপেণ সংস্থিতা৷

 la-fg-mother-teresa-canonization-20160903-snap

১২) বরখাস্ত সাইরাস –  বছরটা একেবারেই ভাল কাটল না টাটাদের৷ একদিকে রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে গলায় কাঁটার মত বিঁধে থাকা সাইরাস মিস্ত্রি৷ যেই সাইরাসের হাতে নিজের হাতে টাটা সাম্রাজ্যের উত্তরাধিকার তুলে দিয়েছিলেন রতন টাটা৷ তাঁকেই প্রায় নিজের হাতে উৎখাত করলেন৷ এরপর থেকেই চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা৷ নজিরবিহীন এই ঘটনার জল সতেরোর শিরোনামেও উঠে আসার প্রবল সম্ভাবনা রয়ে গেল৷

New Delhi: **FILE** File photo of Ratan Tata (L) with Cyrus Mistry. Tata Sons on Monday removed Cyrus Mistry as its Chairman, nearly four years after he took over the reins of the group. Ratan Tata makes a comeback, taking over as the company's interim boss for 4 months. PTI Photo (STORY DEL66)(PTI10_24_2016_000165B)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement