Advertisement
Advertisement

Breaking News

বুধবার ডার্বি খেলছে না বাগান

নিজেদের অবস্থানে অনড় থেকে মোহনবাগান সাফ জানিয়ে দিল বুধবার ডার্বি খেলবে না তারা৷

mohunbagan will not play the CFL Derby on 7th september
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 10:05 pm
  • Updated:September 6, 2016 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা আগেও কাটল না ডার্বি জট৷ নিজেদের অবস্থানে অনড় থেকে মোহনবাগান সাফ জানিয়ে দিল বুধবার ডার্বি খেলবে না তারা৷ যদিও ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে তাঁরা দল নিয়ে ফাঁকা মাঠেই নামবেন৷

আইএফএ-র কাছে দু’টো দাবি জানিয়েছিল মোহনবাগান৷ এক, ডার্বি হওয়ার আগে দলকে কমপক্ষে ৪৮ ঘণ্টা প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে৷ সেক্ষেত্রে ম্যাচ ৭ তারিখ না করে ৮ কিংবা ৯ সেপ্টেম্বর করলে ভাল হয়৷ দুই, পূর্ব ঘোষণা অনুযায়ী চার হাজার টিকিট ক্লাবকে দিতে হবে৷ কিন্তু আইএফএ মঙ্গলবার বৈঠকের পর সিদ্ধান্ত নেয়, এই দু’টি দাবি তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না৷ সে কথা লিখিতভাবে বাগানকে জানিয়েও দেয় আইএফএ৷ তারপরই সবুজ-মেরুন কর্তারা সিদ্ধান্ত নেন, নিজেদের অবস্থান থেকে সরছেন না তাঁরা৷ ক্লাবের তরফে বলা হয়, ডার্বি খেলতে মোহনবাগানের আগেও আপত্তি ছিল না, এখনও নেই৷ কিন্তু বুধবার তারা কোনওভাবেই বড় ম্যাচ খেলতে রাজি নয়৷ এ বিষয়ে আইএফএ-কে চিঠিও পাঠিয়ে দিয়েছে বাগান৷

Advertisement

কল্যাণীর অস্থায়ী গ্যালারি ফিট নয়৷ সোমবার সকালে স্টেডিয়াম ঘুরে, সংশ্লিষ্ঠ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এসে মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ এমনটা আশঙ্কা ছিল মোহনবাগানেরও৷ তাই বুধবার ম্যাচ হলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যাচ্ছে৷

পরিস্থিতি অনুযায়ী আবার ৭২ অথবা ৮৫ সালের ঘটনা ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে৷ এই দুই সালেই বড় ম্যাচ না খেলেই লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল৷ ঘটনা প্রবাহ এবারও সেদিকেই যাচ্ছে৷ ইস্টবেঙ্গল আগেই জানিয়েছিল, বড় ম্যাচের দিন পিছোলে তাদের পক্ষে খেলা সম্ভব নয়৷ পরিস্থিতি যা, তাতে বুধবার ডার্বি হচ্ছে না, তা বলা যেতেই পারে৷ বৃহস্পতিবার সকালে ক্লাবের মাঠে দল অনুশীলন করবে, সে খবরও ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ বড় ম্যাচের দিন শেষ মুহূর্তে কোনও মিরাকল হয় কি না, সেদিকেই তাকিয়ে দুই দলের সমর্থকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement