স্টাফ রিপোর্টার: নতুন বিদেশিদের মধ্যে জনসন ও ডাফিকে ঘিরেই স্বপ্ন দেখা শুরু করেছে মোহনবাগান৷
মোহনবাগান কর্তারা জানিয়েছিলেন এই সপ্তাহের মধ্যে কোচ সঞ্জয় সেন-এর সঙ্গে বসে কথা বলবেন৷ যদিও ক্লাবের তরফ থেকে এখনও কোচের কাছে বসার দিনক্ষণ স্পষ্ট করে জানানো হয়নি৷ যেদিনই নেওয়া যায় এই সপ্তাহের মধ্যে ক্লাবকর্তারা বসে পড়বেন৷ তবে যবেই কোচের সঙ্গে কর্তারা বসুন না কেন, আপাতত কোচের তালিকায় দুই বিদেশি নতুন করে ঢুকছেন৷ তাঁরা হলেন ডাফি ও জনসন৷ এবারও ফরোয়ার্ড হিসেবে ডাফি যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন৷ তাঁর পারফরম্যান্স নিয়ে কারও কিছু বলার নেই৷ সুতরাং ডাফিকে নেওয়ার জন্য সঞ্জয় সেনের সুপারিশ নিঃসন্দেহে বিবেচনা যোগ্য৷ সেই সঙ্গে তিনি তাঁর তালিকায় ডিফেন্ডার হিসেবে জনসনের কথা তুলে ধরতে চান৷
বেঙ্গালুরু এফসি-র এবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে জনসনের অবদান অনেকখানি৷ তাই সঞ্জয় সেন চাইছেন জনসনকে ডিফেন্সে নিয়ে আসতে৷ আসলে দুই বিদেশি ছেড়ে দেওয়ার কথা আগেই ক্লাবকর্তাদের জানিয়ে রেখেছেন সঞ্জয়৷ তারমধ্যে ফরোয়ার্ডে গ্লেন ও ডিফেন্সে লুসিয়ানো হলেন মুখ্য৷ গ্লেন এবার দলের সর্বোচ্চ গোলদাতা হলেও মোটেই ভাল খেলতে পারেননি৷ প্রচুর গোল মিস করেছেন৷ তাই গ্লেনকে না রাখার কথা ক্লাবকর্তাদের আগেই জানিয়ে রেখেছেন কোচ৷ লুসিয়ানোর কথা নতুন করে উল্লেখ করার প্রশ্নই ওঠে না৷ যেহেতু ডিফেন্সে মোটেই ভরসা জোগাতে পারেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডারটি৷ যদি সোনিকে না পাওয়া যায় তাহলে গ্লেনের ওপর থেকে সরানোর পর্দা সরে গেলেও যেতে পারে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.