মোহনবাগান – ০ মহামেডান – ১ (ডোডোজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সব ভাল যার শেষ ভাল তার৷ কিন্তু মোহনবাগানের শেষটা একেবারেই ভাল হল না৷ এবারের কলকাতা লিগটা নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না বাগান ফুটবলাররা৷ সমর্থকরা তো নয়-ই৷ ডার্বি হয়নি৷ টালিগঞ্জের বিরুদ্ধে দ্বিতীয়বার সুযোগ পেয়েও হারতে হয়েছে৷ আর লিগ শেষ হল মহামেডানের কাছে লজ্জার হার দিয়ে৷ সবুজ মেরুন সমর্থকদের কাছে ঘরোয়া লিগে এর চেয়ে খারাপ অভিজ্ঞতা আর কী-ই বা হতে পারে?
নিয়মরক্ষার মিনি ডার্বির আগে নিজেদের দলকে মোটিভেট করতে হিমশিম খাচ্ছিলেন দুই বাঙালি কোচ৷ শঙ্করলাল চক্রবর্তী ও মৃদুল বন্দ্যোপাধ্যায়৷ শেষমেশ জয় হল দ্বিতীয়জনের৷ যোগ্য দল হিসেবেই এদিন ম্যাচ জিতল মহামেডান৷ গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলল সাদা কালো ব্রিগেড৷ আর বিপক্ষ যেন খেলার বিশেষ আগ্রহই দেখাল না৷ বিশেষ করে প্রথমার্ধে৷ একাধিকবার বাগানের ডেরায় হানা দিলেন মনবীররা৷ তবে সফল হলেন ডোডোজ নামার পর৷ আইভরিয়ান স্ট্রাইকারকে নামিয়েই মাস্টার স্ট্রোক দিলেন মৃদুল৷ দ্বিতীয়ার্ধে দূরপাল্লার শটে গোল করে মূল্যবান তিন পয়েন্ট এনে দিলেন সাদা কালো স্ট্রাইকার৷ আর সেই সঙ্গে জুটে গেল রানার্স-আপ তকমাও৷ গোল হজমের পর আক্রমণে ধার বাড়ায় বাগান৷ কিন্তু ছন্নছাড়া আর স্লথ গতির খেলায় গোলমুখ খুলতে পারলেন না ডাফি, বিদেমিরা৷ মাথা নিচু করেই কল্যাণীর মাঠ ছাড়তে হল তাঁদের৷
এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে বাগানকে টপকে লিগ শেষ করল মহামেডান৷ শুরুতে এই দলের থেকে তেমন উচ্চাশা করেননি অনেকেই৷ কিন্তু দিনের শেষে নিজেদের প্রমাণ করে দিলেন শতাব্দী প্রাচীন ক্লাবের ফুটবলাররা৷ বাগানকে মাটি ধরিয়েই ইস্টবেঙ্গলের কাছে হারের জ্বালা মেটালেন মনবীররা৷ আর এই হারের ফলে লিগের রানার্স-আপ তকমাও হারাল গঙ্গাপারের ক্লাব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.