Advertisement
Advertisement

ডাফির জোড়া গোলে লাজং বধ বাগানের

রবীন্দ্র সরোবরে পাল তুলে ছুটল সবুজ-মেরুন নৌকা৷

Mohunbagan crushes Lajong FC in I League match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 9:15 pm
  • Updated:January 13, 2017 9:18 pm  

মোহনবাগান: ২ (ডাফি)                       লাজং: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের ঘরের মাঠে খেলা৷ তাও আবার কলকাতার বুকে৷ তা সত্ত্বেও স্টেডিয়াম ভরল না৷ তবে শুক্রবার সন্ধেয় যে বাগান ভক্তরা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পৌঁছেছিলেন, তাঁদের হতাশ করেননি বলবন্ত, সৌভিকরা৷ অপেক্ষাকৃত দুর্বল লাজংয়ের বিরুদ্ধে শক্তিশালী বাগানের পরিণত খেলা দেখলেন দর্শকরা৷

Advertisement

(প্রতিভার স্বীকৃতি, আন্তর্জাতিক ক্রিকেটে ডাক রেস্তরাঁ কর্মীর)

টার্ফ ছেড়ে ঘাসের মাঠ পাওয়ায় সন্তুষ্ট হয়েছিলেন কোচ সঞ্জয় সেন৷ কিন্তু তাঁর অস্বস্তি ছিল ড্যারেল ডাফিকে নিয়ে৷ বৃহস্পতিবার অসুস্থ ছিলেন তিনি৷ এমনকী দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করতে পারেননি৷ শুক্রবার তো বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল সাজানোর কথা ভাবতে শুরু করে দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ৷ কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে এদিন শুরুতেই মাঠে নামলেন ডাফি৷ এবং তাঁর জোড়া গোলেই এদিন ধরাশায়ী হল লাজং৷

প্রথমার্ধে একটা, দ্বিতীয়ার্ধে আরও একটা৷ দু’টো গোলই করলেন বক্সের ভিতর থেকে৷ ২২ মিনিটে মিডফিল্ড থেকে বল এসে তাঁর পায়ে জমা হলে, তা জালে জড়াতে কোনও ভুল করেননি৷ দ্বিতীয়ার্ধের গোলটা আরও নাটকীয়৷ পাহাড়ি ডিফেন্ডাররা বাগান স্ট্রাইকার বলবন্তকে রুখে দেওয়ার চেষ্টা করলেও তাঁর ট্যাপে বল পেয়ে যান ডাফি৷ স্কটিশ তারকাকে মুখের সামনে পেয়েও অফসাইড হয়ে গিয়েছে ভেবে তাঁকে আটকানোর চেষ্টা করলেন না বিপক্ষের ডিফেন্ডার৷ আর সেই ভুলকে কাজে লাগিয়েই চলতি আই লিগে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের সেরা হয়ে গেলেন ডাফি৷

(যুবিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ধোনি)

প্রথমার্ধে গোল পাওয়ার পর থেকেই আক্রমণে ঝাঁজ বাড়িয়েছিল বাগান৷ তবে এদিন কাটসুমি গোলের সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত গঙ্গাপারের ক্লাব৷ সব মিলিয়ে এবারের আই লিগের শুরুটা মন্দ হল না বাগানের৷ দুই ম্যাচে ছয় পয়েন্ট ঝুলিতে ভরল সঞ্জয় সেনের দল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement