মোহনবাগান – ৩ (বিদেমি ২, ডাফি)
ইউনাইটেড স্পোর্টস – ১ (বুধুরাম)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরে টালমাটাল অবস্থা৷ ২৪ ঘণ্টা আগেও বাগান ফুটবলাররা জানতেন না পরের দিন ম্যাচে তাঁরা খেলবেন কি না৷ পরবর্তী প্রতিপক্ষ কে, তাও ঠিকঠাকভাবে জানা ছিল না শঙ্করলাল চক্রবর্তীর ছেলেদের৷ ডাফি, প্রবীর, রাজুরা শুধু একটা কথাই মাথায় ঢুকিয়ে নিয়েছেন৷ পরিস্থিতি যা-ই হোক, মাঠে নিজেদের সেরাটা দিতে হবে৷ শুক্রবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তাই তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মোহনবাগান৷
পিয়ারলেসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় শীর্ষস্থান আগেই খুইয়েছে সবুজ-মেরুন ব্রিগেড৷ ফলে মোহনবাগানের জন্য লিগ জয়ের লড়াই আরও কঠিন হয়ে পড়েছে৷ ৭ ম্যাচে যেখানে ইস্টবেঙ্গল ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, সেখানে ৬ ম্যাচে বাগানের সংগ্রহ ১৬ পয়েন্ট৷ গত সোমবার টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচের সেই চরম উত্তেজনার সন্ধে মাথা থেকে মুছে ফেলে এদিন মাঠে নেমেছিলেন বিদেমিরা৷ ঘরের মাঠে শুক্রবার আর কোনও অঘটন ঘটেনি৷ বিজয় ঝান্ডা উড়িয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন বাগান সমর্থকরা৷
ইউনাইটেডের বিরুদ্ধে জয় এল৷ ডার্বির আগে অনেকটাই স্বস্তিও ফিরল বাগান শিবিরে৷ তবে কয়েকটা বিষয় যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই কিছু জিনিস নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচ শঙ্করলালকে৷ ম্যাচের শুরুতে বাগানের খেলা তেমন জমাট বাঁধল না৷ অজস্র মিসপাস আর বোঝাপড়ার অভাবে বেশ ছন্নছাড়া দেখাচ্ছিল দলকে৷ তার মধ্যেই বিদেমির গোলে এগিয়ে যায় বাগান৷ তবে মাত্র মিনিট তিনেকের মধ্যেই সমতায় ফেরে ইউনাইটেড৷ সৌজন্যে বুধুরাম টুডুর দর্শনীয় গোল৷ প্রথমার্ধে ডাফির গোলে স্বস্তি ফেরে৷ দ্বিতীয়ার্ধেও বাগান ডিফেন্ডারদের ঘাম ঝড়িয়ে দিল ইউনাইটেড ফুটবলাররা৷ তবে গোলমুখ খুলতে ব্যর্থ হন৷ বরং দ্বিতীয়ার্ধে অনেক বেশি পরিণত ফুটবল খেলল বাগান৷ ৫৬ মিনিটে পঙ্কজ মৌলার পাস থেকে গোল করে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বিদেমি৷
এদিকে, টালিগঞ্জ ম্যাচের রিপ্লে বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে আইএফএ-তে বৈঠকে বসছে লিগ সাব কমিটি৷ ডার্বির আগেই রিপ্লে খেলতে চেয়েছে বাগান৷ এবার দেখার, আইএফএ-র তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.