Advertisement
Advertisement

Breaking News

জর্জকে উড়িয়ে দিয়ে ইস্টবেঙ্গলকে টপকে গেল বাগান

দু'ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার দুনম্বরে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড৷

mohunbagan beat george telegraph by 4-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 9:08 pm
  • Updated:August 10, 2016 9:08 pm  

মোহনবাগান – ৪ (প্রবীর ২, ডাফি, শরণ সিং)

জর্জ টেলিগ্রাফ – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যাপ্ত অনুশীলন ও লাগাতার পরিশ্রম করলে ইয়ং ব্রিগেডকে নিয়েও বিপক্ষকে উড়িয়ে দেওয়া যায়৷ এ কথা প্রমাণ করে দিল মোহনবাগানের তরুণ দল৷ ঘরোয়া লিগকে যে বাগান একেবারেই হালকা ভাবে নেয়নি, তা বুধ-সন্ধের খেলাতে অনেকটাই স্পষ্ট৷ জর্জ টেলিগ্রাফকে উড়িয়ে দিয়ে লিগের দ্বিতীয় ম্যাচ থেকে তিন পয়েন্ট পকেটে পুরল শঙ্করলাল চক্রবর্তীর দল৷

বর্ষায় বাগানের মাঠের দুরবস্থার কথা যত কম বলা যায়, ততই ভাল৷ ফ্লাডলাইটের ঝলমলে আলোয় খেলা হচ্ছে৷ অথচ মাঠের অবস্থার কোনও উন্নতি ঘটেনি৷ এমন মাঠ যে কোনও দলের ক্ষেত্রেই ত্রাসের৷ ফুটবলারদের চোট-আঘাতের সম্ভাবনাও থেকে যায়৷ তবে প্রবীরদের দুরন্ত পারফরম্যান্সে সেসব চিন্তা ফিকে হয়ে গেল৷

প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দিলেন প্রবীর দাস৷ গত ম্যাচেও যাঁর নামের পাশে একটি গোল ছিল৷ বাগানের বিদেশি স্ট্রাইকার ডাফি তাঁকে হ্যাটট্রিকের সুযোগটাও করে দিয়েছিলেন৷ কিন্তু পায়ে বল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ প্রবীর৷ তবে বৃষ্টি-কাদাকে উপেক্ষা করেও গোটা ম্যাচে গতিময় ফুটবল খেললেন রাজু, পঙ্কজরা৷ কোনও অর্ধেই জর্জের ডিফেন্স দানা বাঁধল না৷ ফলস্বরূপ দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল খেতে হল তাদের৷ বক্সের ভিতর হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি উপহার পায় বাগান৷ জর্জের গোলকিপার লাল্টু ডাফির পেনাল্টি শট প্রথমে আটকে দিলেও ফিরতি বলে বল জালে ঢোকাতে ভুল করেননি স্কটিশ স্ট্রাইকার৷ বাগানের হয়ে দুম্যাচে চারটে গোল করে ফেললেন তিনি৷ জর্জের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন শরণ সিং৷ মঙ্গলবার বাগানের হয়ে সই করিয়ে বুধবারই তাঁকে মাঠে নামিয়ে দিয়েছিলেন কোচ শঙ্করলাল৷ দ্বিতীয়ার্ধে পঙ্কজ মৌলার পরিবর্ত হিসেবে নেমে বক্সের বাইরে থেকে দুরন্ত লং শটে গোল করেন তিনি৷

দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার দুনম্বরে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড৷ সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement