সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে বড়দের ডার্বি দেখার ইচ্ছেপূরণ হয়নি ফুটবলভক্তদের৷ তাই সোমবার ছোটদের ডার্বির দিকেই নজর ছিল৷ আর সেই বড় ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে মাটি ধরিয়ে সেলিব্রেশনে মাতল মোহনবাগানের জুনিয়ররা৷
পুজোর আবহের মধ্যে ছোটদের এই ডার্বিই ছিল হিসেব মতো মরশুমের প্রথম ডার্বি৷ তাই মোহন-ইস্ট ম্যাচ দেখতে ভিড় জমিয়ে ছিলেন সমর্থকরা৷ দুর্দান্ত শুরু করে খেলার ২৫ মিনিটের মধ্যে দু’বার এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড৷ ৬ মিনিটে প্রথম গোল দীপের৷ ২৪ মিনিটে ফের লাল-হলুদের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে মূল্যবান তিনটে পয়েন্ট এনে দেয় সৌগত৷ আর সেই সঙ্গে চলতি জুনিয়র জাতীয় লিগে জয়ের হ্যাটট্রিক করে ফেলল অনন্ত ঘোষের ছেলেরা৷ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচও৷ ঘরের মাঠে অনুশীলনের সুযোগ পুরোদমে কাজে লাগিয়েছে ফুটবলাররা৷ অন্যদিকে, মূলপর্বে কোয়ালিফাই করার পথে ফের ধাক্কা খাওয়ায় হতাশ জুনিয়র লাল হলুদ দলের কোচ অশ্রুজিত্ চট্টোপাধ্যায়৷ ডার্বির গুরুত্ব ভেবে ফুটবলারদের পুজোর ছুটিও দেননি তিনি৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচ থেকে এদিন এক পয়েন্টও এল না৷
টানা তিন ম্যাচ জিতে বাগানের সংগ্রহ ৯ পয়েন্ট৷ সেখানে ইস্টবেঙ্গলের দু’ম্যাচে ৪ পয়েন্ট৷ গত মরশুমে জুনিয়র জাতীয় লিগে দু’টি ক্লাবই মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি৷ এবার তাই দুই ক্লাবই মূলপর্বে কোয়ালিফাই করার জন্য মরিয়া৷ সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাগানের জুনিয়ররা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.