Advertisement
Advertisement

চার্চিলকে হারিয়ে আই লিগ অভিযান শুরু বাগানের

ম্যাচ শেষে মোটের উপর হাসি মুখেই মাঠ ছাড়লেন সঞ্জয় সেন।

Mohunbagan beat Churchil brothers in I League encounter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2017 9:15 pm
  • Updated:January 8, 2017 9:42 pm  

মোহনবাগান- ১ (বলবন্ত)

চার্চিল ব্রাদার্স- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মাঠেই গতকাল সাদামাটা আইজল এফসির কাছে নিশ্চিত হার বাঁচিয়ে আই লিগ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। রবিবার সেই বারাসত স্টেডিয়ামে জয় দিয়ে মরশুম শুরু করল মোহনবাগান। ২০১৫-র চ্যাম্পিয়ন মোহনবাগান এদিন আরও বেশি গোলে জিততে পারত। কিন্তু চার্চিল ব্রাদার্সের সঙ্গে ১-০ স্কোরেই জিতলেন কোচ সঞ্জয় সেনের ছাত্ররা। ম্যাচের ২৭ মিনিটে প্রীতম কোটালের ক্রস থেকে বলবন্তের দুর্দান্ত হেডার জড়িয়ে যায় চার্চিলের জালে। প্রথমার্ধের একমাত্র গোলেই জয় আসে বাগানের। ম্যাচ শেষে মোটের উপর হাসি মুখেই মাঠ ছাড়লেন সঞ্জয় সেন। স্বস্তিতে বাগান শিবির।

(আই লিগের প্রথম ম্যাচেই আইজলের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল)

এদিন পুরো টিমই মাঠে নামান সঞ্জয় সেন। গতকাল কোনওক্রমে আইজলের কাছে ড্র করে লজ্জার হাত থেকে বাঁচে লাল হলুদ শিবির। সেই বিষয় মাথায় ছিল কোচের। তাই এদিন প্রথম থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন কাটসুমি, ডাফিরা। এদিন আক্রমণে বলবন্ত, ডাফিরাই ছিলেন। কাটসুমির যোগ্যসঙ্গত ছিলই। লাগাতার আক্রমণ থেকেই আসে গোল। দ্বিতীয়ার্ধে একটু ধরে খেলতে শুরু করেন প্রীতমরা। তারমধ্যেই ছন্দপতন ঘটে ম্যাচের ৬৩ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাগানের লেফট ব্যাক শুভাশিস বসু। এছাড়া গোটা ম্যাচেই কর্তৃত্ব নিয়ে খেলেন কাটসুমিরা। বোঝাপড়াও বেশ চোখে পড়ছিল। এদিন বেশ নজর কাড়লেন বাগানের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। আইএসএলে দিল্লির হয়ে খেলে আরও পরিণত হয়ে উঠেছেন তা এদিন তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছিল। সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের শুরুটা ভাল না হলেও মোহনবাগান আই লিগ মরশুম জিতেই শুরু করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement