Advertisement
Advertisement

সেনাদের হাফ ডজন গোলের মালা পরালেন বিদেমিরা

ডার্বির হতাশা ঝেড়ে ফেলে ঘরের মাঠে আর্মিকে ৬ গোলের মালা পরাল মোহনবাগান৷

Mohunbagan beat Army by 6-0 in CFL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 7:43 pm
  • Updated:September 10, 2016 8:49 pm  

মোহনবাগান – ৬ (বিদেমি ৪, ডাফি ১, আজহার) 

আর্মি – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বিতে মাঠে না নামার স্মৃতি এখন অতীত৷ কোচ শঙ্করলাল চক্রবর্তী ফুটবলারদের জানিয়ে দিয়েছিলেন, সামনে একটাই লক্ষ্য৷ বাকি ম্যাচগুলো জিততেই হবে৷ এক পয়েন্টও নষ্ট করা চলবে না৷ আর সেই মন্ত্রে দীক্ষিত হয়েই শনিবার মাঠে নেমেছিলেন ডাফি, বিদেমিরা৷ ডার্বির হতাশা ঝেড়ে ফেলে ঘরের মাঠে আর্মিকে হাফ ডজন গোলের মালা পরাল মোহনবাগান৷

গতিশীল সেনা ফুটবলারদের রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে শুরুতেই বল জালে জড়ান বিদেমি৷ গোল পেলেও প্রথমার্ধে বাগানের খেলা কোনওভাবেই দানা বাঁধছিল না৷ অজস্র মিস পাস, অচল উইং, ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবে বেশ ছন্নছাড়া দেখাচ্ছিল দলকে৷ কিন্তু বিরতির পর এক্কেবারে অন্য বাগানকে দেখা গেল৷ ছন্দে ফিরল দল৷ আর গ্যালারিতে বাড়ল সমর্থকদের উচ্ছ্বাস৷ বহু প্রতীক্ষিত বড় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন ফুটবলপ্রেমীরা৷ যে ডার্বির জন্য সারা মরশুম অপেক্ষা করে থাকেন সমর্থক থেকে ফুটবলার সকলেই, ঘরোয়া লিগে এবার সেই ডার্বিই দিনের আলো দেখেনি৷ কিন্তু তার জন্য যে কলকাতা লিগের জৌলুস এতটুকু কমেনি, এদিন দ্বিতীয়ার্ধে তা বুঝিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড৷

একবার-দুবার নয়, এদিন চারবার সেনা রক্ষণ ভাঙলেন বিদেমি৷ শুধু গোল করলেনই না, ডাফিকে দিয়ে ম্যাচের তৃতীয় গোলটিও করালেন নাইজেরিয় স্ট্রাইকার৷ প্রবীরের পাস থেকে আজহারের গোলটিকেই যখন এদিনের ম্যাচের শেষ গোল বলে বাগানভক্তরা একপ্রকার ধরেই নিয়েছেন, তখন ইনজুরি টাইমে ফের গোল করে ভক্তদের উচ্ছ্বাস আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিদেমি৷

মাঠের বাইরের একাধিক সমস্যার আঁচ ফুটবলারদের গায়ে লাগতে দেননি কোচ শঙ্করলাল৷ ছেলেদের পারফরম্যান্সে খুশি তিনি৷  এদিনের মতো বাকি ম্যাচেও শুধু জয়কেই পাখির চোখ করছে গঙ্গাপারের ক্লাব৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement