Advertisement
Advertisement

Breaking News

এএফসি-র গ্রেড ওয়ান লাইসেন্স পেতে ব্যর্থ দুই প্রধান

দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান-সহ অন্য ক্লাবগুলি পেয়েছে ন্যাশনাল লাইসেন্স৷

Mohunbagan and East Bengal are failed to get grade 1 lincense
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 12:07 pm
  • Updated:June 16, 2022 5:27 pm

স্টাফ রিপোর্টার: বাকি সব ভারতীয় ক্লাবকে ফের টেক্কা দিল বেঙ্গালুরু এফসি৷ প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ফাইনাল খেলে ইতিমধ্যেই নজির গড়েছেন সুনীলরা৷ এবার ভারতের থেকে তারাই একমাত্র ক্লাব হিসাবে এএফসি-র গ্রেড ওয়ান লাইসেন্স পেল৷

দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান-সহ অন্য ক্লাবগুলি পেয়েছে ন্যাশনাল লাইসেন্স৷ ফলে চলতি মরশুমে বেঙ্গালুরু ছাড়া অন্য কোনও ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (এসিএল) খেলার সুযোগ পাবে না৷ তবে এএফসি কাপ খেলতে তাদের বাধা নেই৷ যুবভারতী ও গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম পাওয়া যাবে না যুব বিশ্বকাপের জন্য৷ তাই দুই প্রধান কুপারেজকে এএফসি-র হোম গ্রাউন্ড দেখিয়েছে৷ যার মান এএফসি কাপ করার সমতুল্য নয়৷ এছাড়া এসিএল খেলতে হলে কোচের প্রো লাইসেন্স থাকতে হয়৷ সেটিও ইস্ট-মোহন কোনও ক্লাবেরই নেই৷

Advertisement

কুপারেজ স্টেডিয়াম এএফসি-র যোগ্যতা না পেলেও বারাসত বা রবীন্দ্র সরোবরের মতো মাঠগুলিতে এএফসি-র ম্যাচ খেলতে পারে দুই প্রধান৷ সেক্ষেত্রে তারা এএফসি-কে দেখাবে যুবভারতী তাদের প্রধান স্টেডিয়াম৷ সেখানে আসন্ন যুব বিশ্বকাপের জন্য কাজ চলছে বলে তারা অন্য স্টেডিয়ামে খেলতে বাধ্য হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement