Advertisement
Advertisement

বাগানের দ্বি-মুকুট

টালিগঞ্জকে জেসি মুখার্জির ফাইনালে ৯ উইকেটে হারিয়ে দ্বি-মুকুট মোহনবাগানের৷

Mohun Bagan Wins JC Mukherjee Trophy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 12:16 pm
  • Updated:July 11, 2018 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন লেখা বড় ব্যাকড্রপের সামনে তখন সেলিব্রেশন চলছে মোহনবাগান ক্রিকেটারদের৷ সাউন্ড সিস্টেমে তখন এক নাগাড়ে বেজে চলেছে, ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন৷ টালিগঞ্জকে জেসি মুখার্জির ফাইনালে ৯ উইকেটে হারিয়ে দ্বিমুকুট মোহনবাগানের৷ নকআউটের পর এবার টি-২০৷সপ্তাহখানেক আগে ইডেনে গম্ভীরদের ম্যাচ হয়ে গেলেও, ইডেনে  আইপিএলের রেশ! অন্তত শনিবার ইডেনে পা রাখলে তেমনই মনে হতে বাধ্য৷ ব্যাটসম্যানরা নামার সময় আইপিএলের মতো তুবড়ি ফাটছে৷ চার-ছয়ের সঙ্গে সঙ্গে ডিজের মিউজিক৷ সবটাই৷ পুরোটার কৃতিত্ব ওই একজনেরই–সৌরভ৷ ঘরোয়া ক্রিকেটেরও ভোল পাল্টে দিয়েছেন তিনি৷ সিএবি সভাপতির আশ্বাস, সামনের বছর আরও জাঁকজমক হবে৷

তবে আয়োজন যতটাই চাকচিক্যে ভরা, ফাইনাল ততটাই একপেশে৷ প্রথমে ব্যাট করে টালিগঞ্জ তোলে ১২৩৷ চার উইকেট জয়জিৎ বসুর৷ জবাবে আট ওভারের মধ্যেই জয়ের রান তুলে নিল বাগান৷ মূলত বিবেক সিংয়ের ব্যাটিংয়ে৷ ১৩ বলে হাফসেঞ্চুরি৷ রেকর্ড৷ কেউ কেউ বললেন, এর আগে ঘরোয়া ক্রিকেটে দ্রূততম হাফসেঞ্চুরি ছিল ১৫ বলে৷ শেষমেশ ২০ বলে ৭২৷ আইপিএলের পর ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি দু’জনেই খেললেন৷ ঋ‌দ্ধি এদিনই সেমিফাইনালে স্পোর্টিংয়ের বিরু‌দ্ধে ৭৩ রান করেন৷ সামিও বেশ ভাল বল করলেন৷ অন্য সেমিফাইনালে ভবানীপুরকে হারিয়ে টালিগঞ্জ ফাইনালে উঠলেও, ঋদ্ধির বিরু‌দ্ধে কোনওভাবে দাঁড়াতেই পারলেন না৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement