প্রসূন বিশ্বাস: অপ্রতিরোধ্য হওয়ার স্বপ্নে বিভোর জেসন কামিংসরা (Jason Cummings)। এএফসি কাপের (AFC Cup ) শেষ ম্যাচে ওড়িশার মাঠে ৪-০ গোলে দারুণ জয় পাওয়ার পর সোমবার গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে আর্মান্দো সাদিকুদের সামনে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস (Maziya Sports)। রবিবার যুবভারতীর অনুশীলনে বিদেশি দলের বিরুদ্ধে নামার আগের দিন যথেষ্টই চনমনে কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা।
মাজিয়ার বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলছেন, ওড়িশা ম্যাচ ভুলে সামনের দিকে তাকাতে চান তাঁরা। গতবার মালদ্বীপের এই দলটির বিরুদ্ধে ৫-২ গোলে জয় এলেও, এবারের দলটিকে হালকাভাবে নিতে চান না ফেরান্দো। বরং হুগো বুমোসদের সতর্ক করে দিয়েছেন। প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি জানান, “গতবারের মাজিয়া দলটার সঙ্গে এবারে ওদের দলে বেশ তফাত রয়েছে। নতুন কোচ এসেছেন। দলে একাধিক নতুন ফুটবলার এসেছে। তাই হালকাভাবে নেওয়া যাবে না কখনও। বরং আমি বলব, এটা আমাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ ম্যাচ। এএফসি কাপের ঘরের ম্যাচগুলো কার্যত আমাদের কাছে ফাইনাল।” মালদ্বীপ লিগে এই মুহূর্তে টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে মাজিয়া।
ফেরান্দোর চিন্তা ফুটবলাররা এত ঘনঘন গুরুত্বপূর্ণ ম্যাচে নামায়। রবিবার তিনি বলেন, “সোমবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেক কম সময়ের মধ্যে এবার আমাদের পরপর ম্যাচ খেলতে হচ্ছে। তাই মাজিয়ার বিরুদ্ধে নামার আগে আমাদের মানসিকভাবে দৃঢ় থাকতে হবে।” আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে গোলের মধ্যে রয়েছেন কামিংস। এছাড়াও দিমিত্রি পেত্রাতোস, আর্মান্দো সাদিকু, হুগো বুমোসরাও ছন্দে রয়েছেন। ভারতে আসার আগে মালদ্বীপের দলটি বসুন্ধরা কিংসকে হারিয়ে এসেছে। সেজন্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো। তিনি বলেন, “ওরা বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে এসেছে। যে দলে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাই ওদের এতটুকু হালকাভাবে নেওয়া যাবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.