Advertisement
Advertisement

Breaking News

‘আমরা গ্রুপ অফ ডেথে রয়েছি’, ডুরান্ড অভিযানের আগে বলছেন মোহনবাগান কোচ বাস্তব

বাংলাদেশ আর্মি দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ সবুজ-মেরুন শিবিরের।

Mohun Bagan will take on Bangladesh Army in Durand Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 2, 2023 4:50 pm
  • Updated:August 2, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া লিগে গ্রুপ শীর্ষে আছে মোহনবাগান (Mohun Bagan)। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার জুয়ান ফেরান্দোর দলের কাছে যার গুরুত্ব অপরিসীম। এর মধ্যেই ঐতিহ্যের ডুরান্ড কাপ (Durand Cup) খেলতে নামছে মোহনবাগান। মোহনবাগান মাঠে সিনিয়র দলের অনুশীলন শুরু হয়েছে কয়েকদিন আগে।

যুবভারতীতে মোহনবাগানের যুব দল দীর্ঘ প্রস্তুতি শেষ করে লিগের পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এই অবস্থায় যুব দল ও সিনিয়র দলের বাছাই করা ফুটবলারদের নিয়ে দু-তিনদিন ধরে ডুরান্ড কাপের প্রস্তুতি হয়েছে ক্লোজ ডোর অনুশীলনে। যুব দলের ফুটবলাররা তৈরি থাকলেও সিনিয়র দলের কতজন ম্যাচ খেলার জন্য শারীরিক ভাবে তৈরি, সেটা দেখছে কোচেস টিম। সবদিক বিবেচনা করে বৃহস্পতিবার বাংলাদেশ সেনা একাদশের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচের দল নামাতে চায় টিম ম্যানেজমেন্ট। তারপর ম্যাচ ধরে ধরে তাতে কিছু বদল ঘটানো হবে। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের সূচি নিয়ে ক্ষুব্ধ কপিল, বিশ্বজয়ী অধিনায়কের প্রশ্ন, ‘কে বানিয়েছে?’]

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগান কোচের দায়িত্বে থাকবেন বাস্তব রায়। বুধবার ডুরান্ড নিয়ে তাঁর ভাবনার কথা জানিয়েছেন তিনি। বাস্তব বলছেন, ”আমরা যে বিভাগে রয়েছি সেটা গ্রুপ অফ ডেথ বলতে পারেন। ডুরান্ড কাপের সব থেকে কঠিন গ্রুপ। কিন্তু সবুজ-মেরুন জার্সি যে প্রতিযোগিতায় খেলতে নামে, সেখানেই সব ম্যাচ জেতার চেষ্টা করে, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। আমরা সেটাই মাথায় রেখে খেলতে নামবো। সিনিয়র ফুটবলারদের মধ্যে যাঁরা বেশিদিন অনুশীলন করছে, তাদের অনেকেই তৈরি। যুব দল তো লিগ খেলছেই। সব মিলিয়ে আমরা টিম নামাবো। লিগের মতোই ডুরান্ড কাপও যে কোনও ফুটবলারের কাছে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ।”

প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি সম্পর্কে বাস্তব রায় বলছেন, ”বাংলাদেশ সেনা দল খুবই শক্তিশালী। ইন্ডিপেনডেন্স কাপ জিতে এসেছে। বেশ কিছু ভাল ফুটবলার আছে বলে শুনেছি। তবে আমাদের যুব দলও লিগের ম্যাচে এখনও অপরাজিত। সেই দলের সঙ্গে আরও কিছু ফুটবলার যুক্ত হবে। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। নিজেদের মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।” 

[আরও পড়ুন: ভাষা সমস্যা মেটাতে ইংরেজি শিখছেন মেসি, শিক্ষক তাঁরই সতীর্থ ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement