Advertisement
Advertisement

চেন্নাইয়িনের বিরুদ্ধে আজ হারের বদলা নিতে চায় মোহনবাগান, প্রথম দলে ফিরতে পারেন মনবীর

পর পর ম্যাচ জিতলে এখনও মোহনবাগানের সামনে শীর্ষস্থান দখল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Mohun Bagan wants to take revenge against Chennaiyin FC in ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 21, 2023 1:54 pm
  • Updated:January 21, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনবীর সিং প্রথম একাদশে জায়গা পাচ্ছেন, এরকমটা বলাই যায়। তবে নতুন দুই বিদেশি গ্যালেগো আর স্লাভকোর শনিবার চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে প্রথম দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে এই দুই বিদেশিকেই বিকল্প ফুটবলার হিসেবে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হবে।

শুক্রবার সকালে নিজেদের মাঠে প্র্যাকটিস করে দুপুরের বিমানে চেন্নাইয়িন ম্যাচ খেলার জন্য উড়ে গেলেন মোহনবাগান (Mohun Bagan) ফুটবলাররা। স্বাভাবিক ভাবেই শনিবার ম্যাচ খেলতে নামার আগে চেন্নাই পৌঁছে আর কোনওরকম প্র্যাকটিসের দরকার নেই ফেরান্দোর (Juan Ferrando) দলের। তবে দল সূত্রে খবর, বেশ কিছুদিন চোটের তালিকায় থাকার পর ফের প্রথম একাদশে ফিরতে চলেছেন মনবীর সিং। কার পরিবর্তে তিনি চেন্নাইয়িনর বিরুদ্ধে মাঠে নামবেন, তা অবশ্য এখনও ঠিক করে উঠতে পারেননি মোহনবাগান কোচ।

Advertisement

[আরও পড়ুন: ‘অনেকের দাবি ছিল ও নাকি শেষ’, রোনাল্ডোর দুরন্ত পারফরম্যান্সের পর নিন্দুকদের তোপ কোহলির]

 

এই চেন্নাইয়িনের বিরুদ্ধেই প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরেছিলেন সবুজ-মেরুন ফুটবলার। শনিবার প্রতিপক্ষ সেই চেন্নাইয়িন। তবে এবার আর ঘরের মাঠে নয়। বিপক্ষর ঘরের মাঠে নামতে হচ্ছে ফেরান্দোর ছেলেদের। প্রথম লেগের চেন্নাই ম্যাচের সঙ্গে এবারের চেন্নাই ম্যাচ খেলতে নামার আগে ফেরান্দোর কাছে একটি মাত্র তথ্যেই মিল রয়েছে। সেদিনও ছ’জন বিদেশি ফুটবলার নিয়ে খেলার সুযোগ পাওয়া গিয়েছিল। এবারও তাই। বিদেশিদের মুখ অবশ্য বদলে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চোট পেয়ে জনি কাউকোর মাঠের বাইরে চলে যাওয়াটাই মোহনবাগানের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে। তবে শনিবারের ম্যাচে ফিট দল নিয়ে নামতে পারছেন বলে অবশ্যই খুশি মোহনবাগান কোচ। চেন্নাইয়িন ম্যাচের জন্য কলকাতা ছাড়ার আগে ফেরান্দো বলছিলেন, ‘মাঝে চোটের জন্য এত ভুগতে হয়েছে যে, ফিট ফুটবলারের অভাবে প্র্যাকটিসেও ঠিকভাবে পরিকল্পনা করতে পারতাম না। এখন অবশ্য সেই পরিস্থিতি থেকে ভাল অবস্থায় আছি।’

একমাত্র মুম্বই সিটি এফসিই এখনও পর্যন্ত প্রথম ছ’য়ে জায়গা নিশ্চিত করে ফেলেছে। এমনকি অন্য দলগুলির থেকে পয়েন্টের বিচারে অনেকটা এগিয়ে থাকা মুম্বই যে গ্রুপ লিগের শীর্ষ স্থান নিতে চলেছে, তা নিয়েও খুব সন্দেহ প্রকাশ করার জায়গা নেই। তবে যদি অঙ্কের বিচারে ধরতে হয়, তাহলে পর পর ম্যাচ জিতলে এখনও মোহনবাগানের সামনে শীর্ষস্থান দখল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চেন্নাই ম্যাচের আগে ফেরান্দো অবশ্য লিগ টেবিলের পজিশন নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন। বলছিলেন, ‘এক নম্বর পজিশনের জায়গায় দুই-তিন নম্বর পজিশন পেলেও হবে। তবে চেন্নাই ম্যাচটা জিততে হবে। আর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত জেতার লড়াই চালাতে হবে।’

আজ আইএসএলে: চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান
(সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস)

[আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাসে তিনদিন পর উঠল কুস্তিগিরদের বিক্ষোভ, প্রশ্নের মুখ ব্রিজভূষণের ভবিষ্যৎ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement