সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ বার্ষিক সভাকে ঘিরে মোহনবাগানে এখনও চলছে দু’পক্ষের মধ্যে চাপানউতোর। তারই মাঝে শীঘ্রই নির্বাচন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন মহেশ টেকরিওয়াল। ক্লাবের পদত্যাগী কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য সোমবার হাই কোর্টে পিটিশন দাখিল করে বলেছেন, ২০০৫-এ যেভাবে কোর্টের অধীনে নির্বাচন হয়েছিল, এবারও তাই হোক।
প্রসঙ্গত বলা যেতে পারে, ২০০৫-এর নির্বাচনকে অনেকে মোহনবাগানের ঐতিহাসিক নির্বাচন বলে আখ্যা দিয়ে থাকেন। টাউন হলে সেই নির্বাচন হয়েছিল তিন স্পেশ্যাল অফিসারের দ্বারা। এঁরা হলেন, জয়ন্ত মিত্র, শ্যামাপ্রসন্ন রায়চৌধুরি ও রবিলাল মৈত্র। নির্বাচন হয়েছিল সুষ্ঠুভাবেই। এবারও হাই কোর্টে স্পেশ্যাল অফিসার চাইলেন মহেশ। এছাড়া মহেশ জানিয়েছেন, যাকে-তাঁকে কমিটিতে আনছেন সচিব অঞ্জন মিত্র। যা সম্পূর্ণ বেআইনি। তাই আদালত যেন ব্যাপারটা নজরে আনে। পরে মহেশ বলছিলেন, “সাধারণ বার্ষিক সভাকে ঘিরে যদি এভাবে গন্ডগোল দেখা দেয় তাহলে নির্বাচনকে ঘিরে বড় সমস্যা তৈরি হবেই। আদালতকে অনুরোধ করছি, আপনাদের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন হোক। অঞ্জনদার ‘তুঘলকি কমিটি’র যেন অবসান ঘটে।” সম্ভবত এই সপ্তাহের শেষে হাই কোর্টে বিষয়টা উঠবে।
Today at Acropolis Mall on 20th Floor A Press Conference held Where We are Happy to Announce You That @FCBarcelona Legends To Clash With @Mohun_Bagan Bagan Lengends in “Clash Of The Legends” on 28th September,2018 In Kolkata#JoyMohunBagan#ClashOfTheLegends#MBvsFCB pic.twitter.com/RLYIYiXaBu
— Mohun Bagan (@Mohun_Bagan) June 24, 2018
উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে গত শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল মোহনবাগান তাঁবুতে। সচিব অঞ্জন মিত্র গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগেন সৃঞ্জয় বোস, সত্যজিৎ চট্যোপাধ্যায়। লিখিতভাবে স্বপনসাধন বোস ক্লাবের সভাপতি থাকলেও কেন তাঁকে সভাপতি হিসেবে মেনে নিচ্ছেন না সচিব, সে প্রশ্নই তোলেন তাঁরা। তবে সদস্যদের চাপের মুখে শেষমেশ টুটু বোসকে সভাপতি মেনে নিয়েই বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সেই সভাতেই ওঠে নির্বাচনের প্রসঙ্গ। যদিও নির্বাচনের কোনও দিনক্ষণ ঠিক হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.