Advertisement
Advertisement
Mohun Bagan

আজ কলকাতা লিগে প্রতিপক্ষ ইউনাইটেড, টানা ম্যাচ খেলার ক্লান্তিই চ্যালেঞ্জ মোহনবাগানের

গোলের পর গোল করছেন সুহেল ভাট, ইংসন সিংরা।

Mohun Bagan to take on United Sports in CFL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 5, 2023 9:24 am
  • Updated:August 5, 2023 9:24 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগে দল অপরাজিত। গোলের পর গোল করছেন সুহেল ভাট, ইংসন সিংরা। তারমধ্যেও মোহনবাগানে (Mohun Bagan) কাটার মতো বিঁধেছে একটা তথ্য, লিগে একটা ম্যাচেও ক্লিনশিট রাখা যায়নি। অবশেষে সেই ক্লিনশিটের দেখা মিলল ডুরান্ড কাপে। বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে সবুজ-মেরুন ডিফেন্স ভাঙতে পারেনি বাংলাদেশের আর্মি দল। আর সেই ডিফেন্সে ছিলেন রিজার্ভ দলের ফুটবলাররাই।
বৃহস্পতিবার স্টেডিয়াম ছাড়ার সময় স্বাভাবিকভাবেই ডার্বি নিয়ে প্রশ্ন উড়ে এসেছিল বাস্তব রায়ের জন্য। সবুজ-মেরুনের রিজার্ভ দলের কোচ সটান জবাব দিয়েছিলেন, ডার্বি নিয়ে ভাবছেন না তিনি। তাঁর মাথায় শুধুই শনিবারের ইউনাইটেড স্পোর্টস (United Sports) ম্যাচ। অবশ্য সেটাই স্বাভাবিক। ডুরান্ডে ম্যাচ খেলার ৪৮ ঘণ্টারও কম সময়ে ফের মাঠে নামছে মোহনবাগান। ডুরান্ডের ম্যাচে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন আক্রমণে সবুজ-মেরুনের প্রধান ভরসা সুহেল। ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে লালরিনলিয়ানা হামতে, সুমিত রাঠি, আমনদীপ, টাইসন সিং সহ রিজার্ভ দলের একাধিক প্রধান সদস্যের। শুক্রবার বিকালে ঘরের মাঠে সেভাবে অনুশীলনও করলেন না মোহনবাগানের এই ফুটবলাররা। জোর দেওয়া হয়েছিল মূলত রিহ্যাবের উপরেই। যা পরিস্থিতি, ইউনাইটেড ম্যাচের প্রথম একাদশে দেখা যেতে পারে ব্রিজেশ গিরি, ইংসন, কিপজেনদের।

[আরও পড়ুন: ২ মাসের যমে-মানুষের লড়াইয়ে হার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বাংলার যুবকের মৃত্যু]

এদিন অনুশীলন শেষে টিম ম্যানেজমেন্ট ও হেড কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন বাস্তব রায়। সূত্রের খবর, সুহেল-সুমিতদের পরিবর্ত নিয়ে আলোচনা করেছেন তাঁরা। যদিও দলে পরিবর্তন করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করেছেন বাস্তব। তাঁর বক্তব্য, “দলের ফিজিও, মেডিকেল ইউনিট বিষয়টি দেখছে। কাল সকালে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা রিকভার করে যাবে, তারা খেলবে। আমরা আমাদের সম্ভাব্য সেরা দলই নামাব। ডুরান্ডের ম্যাচে তেমন ইনজুরি হয়নি, কয়েকজনের ক্র্যাম্প হয়েছে। সেজন্যই কাল সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।” ডুরান্ডে গোল না খাওয়া প্রসঙ্গে বলছেন, “ক্লিনশিট সবসময় আত্মবিশ্বাস দেয়। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
এবারের লিগে একেবারেই ভাল অবস্থায় নেই ইউনাইটেড। যদিও প্রতিপক্ষের প্রশংসা শোনা গিয়েছে বাস্তবের মুখে। তিনি বলেন, “ওরা ভাল দল। সারাবছর একসঙ্গে থাকে। ভাল খেলছেও। ম্যাচটা সহজ হবে না আমাদের জন্য।” ইউনাইটেড কোচ স্টিভ হার্বটস বলছেন, “ছেলেরা পরিশ্রম করলেও কাঙ্খিত ফল পাচ্ছে না। আশা করছি শনিবারের ম্যাচ থেকেই আমরা ঘুরে দাঁড়াব।” শনিবারের ম্যাচে কার্ড বা চোট সমস্যা নেই বলেই দুই দল সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: ‘আত্মসম্মান খুইয়ে কাজ করতে পারব না’, আদালতের এজলাসেই পদত্যাগ ঘোষণা বিচারপতির!]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement